v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-22 19:28:04    
নারীদের সফলতা-বিফলতাঃ কিছু বিশ্লেষণ

cri
    বাস্তবে চীনদেশে হোক, বাংলাদেশে হোক বা ভারতে হোক সারা বিশ্ব নারীদের জীবনে সফলতা অর্জন তেমন সহজ নয়। বিশেষ করে মধ্যস্তরের পদে উন্নীত হওয়ার পর নারীদের পক্ষে আরও উর্ধ্বতন পদ পাওয়ার সুযোগ অত্যন্ত কম। চীনদেশের কথা ধরা যাক। এক পরিসংখ্যান অনুযায়ী চীনের কোম্পানিগুলোর ম্যানেজারদের মধ্যে শতকরা ৫৭.৯ ভাগ হলেন পুরুষ আর শতকরা ৪২.১ ভাগ হলেন নারী। কিন্তু ম্যানেজারের উর্ধ্বতন পদের মধ্যে পুরুষের অনুপাত শতকরা ৮৩.৪ ভাগে উন্নীত হয়েছে বরং নারীদের অনুপাত নেমে মাত্র শতকরা ১৬.৬ ভাগ হয়েছে। বাইরের সামাজিক কারণ ছাড়া কি কি কারণ নারীদের সামনে অগ্রসর হওয়ার পথে বাধার সৃষ্টি করেছে?

    সামনে এগিয়ে যাওয়ার পথে নারী বন্ধুরা কি কি বাধার সম্মুখীণ হবেন? হ্যাঁ, এখানে আমরা সংক্ষেপে নারীবন্ধুদের সাফল্যের পথে ছ'টি প্রধান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করবো। এই ছ'টি প্রধান বাধা হল:

    এক, মাত্রাধিক রক্ষণশীল চিন্তা

    দুই, দ্বিধাগ্রস্তভাব এবং স্পষ্ট লক্ষ্যের অনুপস্থিতি

    তিন, অন্ধভাবে নিজের শ্রেষ্ঠত্ব মূল্যায়ন করা

    চার, আত্মবিশ্বাস এবং প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার অভাব

    পাঁচ, অবিরাম ও দ্রুতগতিতে নতুন জ্ঞান আহরণের অক্ষমতা

    ছয়, উত্সাহের অত্যধিক অভাব

    কিন্তু বিরাট সাফল্য অর্জন করেছেন এমন নারীবন্ধুর সংখ্যাও কম নয়। তাদের সাফল্য অর্জনের গোপন রহস্য কি? এখন নারীবন্ধুদের সাফল্যের ছ'টি প্রধান কারণ বলে দেয়া হবে।

    এক, স্পষ্টলক্ষ্য

    যিনি দৃঢ়সংকল্পবদ্ধ ও চিন্তাশীল, তিনি নিজের আকাঙ্ধা ভাল করে জানেন, তিনি বিশ্লেষণ করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম, তিনি সহজে অন্য লোকের অভিমতের জন্যে নিজের মতাধিষ্ঠান পরিবর্তন করবেন না, তিনি প্রাসংগিক বাস্তব ঘটনা অনুযায়ী সমস্যাটি বিশ্লেষণ করেন, ভাল করে বিবেচনা করার পর তিনি সাহসের সংগে সিদ্ধান্ত নিতে পারেন এবং বিলম্ব না করে সংগে সংগে পদক্ষেপ নেবেন।

    দুই, অন্য লোকের সংগে সহাবস্থান করতে সক্ষম

    নিজের প্রতিভা, কর্মশক্তি আর জ্ঞান পুরোপুরি করনীয় কাজে ব্যবহার করতে হবে, শুধু নিজের পছন্দসই কাজ করবেন না বা পছন্দের লোকের সংগেই মেলামেশা করবেন না, বরং অন্য লোককে সুবিধা দেয়ার অর্থ হল নিজেকে সুবিধা দেয়া, এই সত্যতা জানতে হবে। আশেপাশের লোকদের সংগে আন্তরিক ও বন্ধুত্বপূর্ণভাবে সহাবস্থান করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

    তিন, উদার ও প্রশস্ত মন থাকতে হবে

    প্রত্যেকেরই নিজস্ব জীবনযাপনের পদ্ধতি ও যুক্তি আছে। যে লোক অন্যের কোনো ক্ষতি করেন না, আমরা কেন সেই লোকের নিন্দা করব বা তাকে তুচ্ছ করে দেখব ? উদার মনে অন্য লোকের পছন্দ-অপছন্দের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, এর ফলে অন্য লোক আপনার সংগে মেলামেশা করতে এবং আপনার সহকর্মী হতে পছন্দ করবেন।

    চার, নিজের পায়ে দাঁড়ান, আত্মনির্ভরশীল হোন

    সফল হওয়ার প্রয়োজনীয় তথ্য, জ্ঞান ও বিশেষ কলাকৌশল রপ্ত করা দরকার। অজানা বিষয় থাকলে সংগে সংগে বিষয়টি শিখা উচিত। পুরুষের মতো আরামে জীবন-যাপন করা ও আশাবাদী হওয়া উচিত। আত্মবিশ্বাসের সংগে জীবনযাপন করা হচ্ছে নিজের দক্ষতা আর প্রচ্ছন্ন শক্তি উন্নয়ন করার চাবিকাঠি।

    পাঁচ, সব সময় হাসি-খুশী থাকা এবং পুরোপুরি স্বতন্ত্র হওয়া উচিত।

    নিষ্ঠা ও অধ্যবসায়ের সংগে এবং সক্রিয়ভাবে নিজের কাজকর্ম চালিয়ে এক উদ্দীপনাময়ী নারী হোন। একই সময়ে ক্যারিয়ারের ব্যাপারে নিজের কিছু ব্যক্তিগত উচ্চাভিলাষ থাকতে হবে, ন্যায়সংগতভাবে নিজের জন্যে আরও বেশী সুযোগ ও সাফল্য আদায়ের চেষ্টা করতে হবে, পুরোপরি স্বতন্ত্র ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে এবং অর্থনৈতিক দিক থেকে অন্য কোনো লোকের উপর নির্ভর করা চলবে না। কাজকর্মে সাফল্যের আনন্দ উপভোগ করতে পারবেন, মানসিক দিক থেকে আপনার প্রেম, বন্ধুত্ব, বইপড়া এবং বিনোদন আছে বলে আপনি স্বেচ্ছায় আরামে জীবনযাপন করতে পারবেন।

    ছয়, রসবোধ হল উত্কৃষ্ট জ্ঞান, সৌন্দর্য্য হল চিরকালের আরাধ্য বিষয়।

    জীবনযাপনের মধ্যেকার কৌতুক-রসগুলো বুঝতে হবে, নিজেকে সান্ত্বনা দেয়া, ক্ষমা করা এবং নিজের হাতে আনন্দ কুক্ষিগত করা উচিত নয়, নিজের হৃদয়ের জগতকে গুরুত্ব দিতে হবে, নিজের কোমলতা ও দৃঢ়তা দিয়ে সবচেয়ে উপযুক্ত বেতন ও পদ অর্জনের চেষ্টা করা উচিত। পুরুষদের জন্যে নয়, জীবনকে ভালবাসার জন্যেই সারা জীবন সৌন্দর্য্য অন্বেষণের চেষ্টা করা উচিত।

    আত্ম-মর্যাদা রক্ষা করুন, তাহলে পুরুষরা আপনাকে সম্মান করবেন, উপেক্ষা করবেন না।