২২ জুলাই বিকাল ৩টা ১০ মিনিটে পেইচিংয়ের মহা গণ- ভবনের হংকং হলে চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিন চীন সফররত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমানের সঙ্গে সাক্ষাত্ করেছেন। দু'পক্ষ বন্ধুভাবাপন্ন এবং আন্তরিক পরিবেশে আলাপ-আলোচনা করেছেন। সাক্ষাত্কালে চেয়ারম্যান চিয়া ছিং লিন রিয়াজ রহমান এবং তাঁর স্ত্রীর চীন সফরকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের খালেদা জিয়া সরকার যে এক চীন নীতিতে অবিচল থাকে, চীন তার প্রশংসা করে।
এ সময় চীনে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত আশফাকুর রহমান উপস্থিত ছিলেন।
সাক্ষাতের পর তিনি জানিয়েছেন, পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমানের এবারকার চীন সফর সাফল্যমন্ডিত হয়েছে। তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। তাঁরা বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসন্ন চীন সফরের প্রতীক্ষায় রয়েছেন।
|