চীনা গণ-ব্যাঙ্ক ২১ জুলাই রেনমিনপির বিনিময় হার গঠনের সংস্কার সংক্রান্ত ব্যবস্থা সুসম্পূর্ণ করার ঘোষণা দেয়ার পর আন্তর্জাতিক সমাজ এর প্রতি সক্রিয় প্রতিক্রিয়া জানিয়েছে।
ধনাট্য সাত রাষ্ট্র গোষ্ঠীর অর্থমন্ত্রীএবং কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রেসিডেন্টরা বিবৃতিতে বলেছেন, চীন সরকার আরো নমনীয় বিনিময় হার ব্যবস্থা চালালে বিশ্ব অর্থনীতির বৃদ্ধি এবং স্থিতিশীলতার জন্য সহায়ক হবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থার মুখপাত্র বলেছেন, রেনমিনপির বিনিময় হার গঠনের ব্যবস্থার নমনীয়তা বাড়ানো চীনের সর্বাধিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ এবং চীনের সরকারের অর্থনীতি প্রশাসনের দক্ষতা বাড়ানোর জন্যেও সহায়ক হবে।
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাঙ্কের মহাপরিচালক বলেছেন, চীন রেনমিনপির বিনিময় হার নির্ধারণে যে আর কেবল মার্কিন ডলারের উপর নির্ভর না করার সিদ্ধান্ত নিয়েছে, এটা সারা পৃথিবীর আর্থিক স্থিতিশীলতার জন্য সহায়ক হবে এবং বিশ্ব অর্থনীতি আরো ভালোভাবে পরিচালনার জন্যও হিতকর।
যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানী, ফ্রান্স, ক্যানাডা এবং সিঙ্গাপুরও চীনের সংস্কার ব্যবস্থার ইতিবাচক মূল্যায়ন করেছে।
|