স্থায়ী সদস্য দেশ বাড়ানোর বিরোধী জোট " ঐক্যবদ্ধভাবে মতৈক্য বাস্তবায়ন করুন"আন্দোলন ২১ জুলাই জাতি সংঘ সাধারণ পরিষদে নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ প্রসঙ্গে একটি খসড়া প্রস্তাব দাখিল করেছে। খসড়া প্রস্তাবে ১০টি অস্থায়ী সদস্যদেশ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে এবং সম্প্রসারিত হবার পর নিরাপত্তা পরিষদের ২০টি অস্থায়ী সদস্য দেশকে পুনঃনির্বাচিত হবার অধিকার দেওয়ার প্রস্তাব দেয়া হয়েছে।
" ঐক্যবদ্ধভাবে মতৈক্য বাস্তবায়ন করুন" আন্দোলন একইদিন জাতি সংঘে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সাথে রুদ্ধদ্বার সম্মেলন আয়োজনের পর জাতি সংঘের কাছে আনুষ্ঠানিকভাবে উপরোক্ত খসড়া প্রস্তাব দাখিল করেছে।
এই খসড়া প্রস্তাবের বিষয়বস্তু এবং " ঐক্যবদ্ধভাবে মতৈক্য বাস্তবায়ন করুন" আন্দোলনের জুলাই মাসের শুরুতে বিভিন্ন দেশের কাছে দেয়া খসড়া প্রস্তাবের বিষয়বস্তু প্রায় একই। খসড়া প্রস্তাবে জাতি সংঘ সনদের সংশ্লিষ্ট ধারা সংশোধন করা এবং নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা বর্তমান ১০ থেকে ২০টিতে বাড়ানোর দাবি জানানো হয়েছে। খসড়া প্রস্তাবে জাতি সংঘ সাধারণ পরিষদের কাছে বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে তার সদস্যদের অবদান এবং আঞ্চলিক ভারসাম্যমূলক নীতি অনুযায়ী অস্থায়ী সদস্য দেশ নির্বাচন করার প্রস্তাবও দেয়া হয়েছে।
|