চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও সিং ২১ জুলাই পেইচিংয়ে সফররত ইউক্রেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়েরমহাসচিব পেট্রো পোরোশেন্কোর সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, একচীন নীতিতে ইউক্রেন সরকার অবিচল রয়েছে বলে চীন তার প্রশংসা করে।
লি চাও সিং বলেছেন, তাইওয়ান, তিব্বত আর মানবাধিকার ইত্যাদি সমস্যায় ইউক্রেন চীন সরকারকে যে সমর্থন করেছে, তার জন্যে চীন কৃতজ্ঞতা জানায়। দু'দেশের সম্পর্ক অব্যাহতভাবে এগিয়ে নেওয়ার জন্যে বিভিন্ন ক্ষেত্রে চীন ইউক্রেনেরসঙ্গে সহযোগিতাকরতে ইচ্ছুক।
পোরোশেন্কো বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নতি করা ইউক্রেনের কূটনীতির একটি গুরুত্বপূর্ণ দিক। দু'দেশে রাজনীতি, আর্থ-বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে নিবিড় সহযোগিতা করেছে এবং লক্ষনীয় সাফল্য অর্জন করেছে বলে ইউক্রেন সন্তুষ্ট। দ্বিপাক্ষিক রাজনৈতিক দলিলপত্রে যে প্রতিশ্রুতি দিয়েছে, ইউক্রেন সরকার তা পালন করেছে অর্থাত্ একচীন নীতিতে অবিচল থেকে এসেছে।
পোরোশেন্কোর নেতৃত্বাধীন প্রতিনিধি দল লি চাও সিংয়ের আমন্ত্রণে ২০ জুলাই পেইচিংয়ে পৌঁছে চীন সফর শুরু করেছে।
|