পাকিস্তানের প্রেসিডেণ্ট মুশাররাফ ২১ জুলাই নিখিল পাকিস্তান টেলিভিশন ভাষণে বলেছেন, পাকিস্তান সরকার ব্রিটেন সরকারের সঙ্গে সন্ত্রাসবাদ ও চরমপন্থীদের দমনের জন্য যৌথ প্রয়াস চালাবে।
মুশাররাফ বলেছেন, লন্ডনে ৭ জুলাই ধারাবাহিক সন্ত্রাসী বিস্ফোরণ ইসলামী জগত এবং পাকিস্তানের আন্তর্জাতিক ভাবমূর্তি কালো করে দিয়েছে। সেইজন্য সন্ত্রাসবাদ ও চরমপন্থীদেরকে নিধন করা আন্তর্জাতিক সমাজের যৌথ দায়িত্ব।
মুশাররাফ আরও বলেছেন, য়ারা লন্ডনে ধারাবাহিক বিস্ফোরণ ঘটিয়েছে, তাদের গ্রেফতারের জন্য ব্রিটেনের সংশ্লিষ্ট বিভাগকে পাকিস্তান যথাসাধ্য সাহায্য করবে। একই সঙ্গে তিনি এই মত প্রকাশ করে বলেছেন যে, তিনজন ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া পাকিস্তানী ছোটবেলা থেকে ব্রিটিশ শিক্ষা গ্রহণ করে বড় হয়েউঠছে বলে ব্রিটেনে সন্ত্রাসী সংস্থা থাকার কথা অনুমান করা যায়। ব্রিটেন সরকারের উচিত এর ওপর যথেষ্ট গুরুত্বারোপ করে।
অন্য খবরে প্রকাশ, পাকিস্তানে ব্রিটেনের উচ্চ কর্মকর্তা মার্ক লাইল গ্রান্ট ২১ জুলাই ইসলামাবাদে বলেছেন, লন্ডনে ধারাবাহিক বিস্ফোরণ ব্রিটেন-পাকিস্তান সম্পর্কের ওপর কুপ্রভাব ফলবে না এবং ব্রিটেনে বসবাসকারী মুসলমানদের ওপর নেতিবাচক প্রভাবও ফলবে না।
|