উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ২২ জুলাই পিয়াং ইয়ংয়ে এক বিবৃতিতে একটি শান্তি-ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে অর্ধ-শতাব্দি স্থায়ী কোরীয় যুদ্ধ-বিরতি ব্যবস্থার পরিবর্তন ঘটানোর আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, অস্থিতিশীল যুদ্ধ-বিরতি পরিস্থিতি পরিবর্তন করে সুসংবদ্ধ শান্তি ব্যবস্থা প্রতিষ্ঠা শুধু কোরীয় উপদ্বীপের শান্তিপূর্ণ একীকরণের অনুকূল নয়, উত্তর-পূর্ব এশিয়া ও বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্যও প্রয়োজন। তাছাড়া, কোরীয়-মার্কিন পারমাণবিক সমস্যা সমাধানে শান্তি ব্যবস্থা শীগ্গীরই স্থাপন করা উতিচ।
তিনি আরো বলেছেন, কোরীয় উপদ্বীপের পারমাণবিক অস্ত্র মুক্তকরণের লক্ষ্য বাস্তবায়নে শান্তি ব্যবস্থা হলো একটি প্রয়োজনীয় ব্যবস্থা। কোরীয় উপদ্বীপে শান্তি ব্যবস্থা স্থাপনে যুক্তরাষ্ট্র ইত্যাদি সংশ্লিষ্ট পক্ষের সক্রিয় ব্যবস্থা তুলে নেয়ার ব্যাপারে উত্তর কোরিয়া আশাবাদী।
|