মিসরের পর্যটন মন্ত্রণালয় চীনের মহাপ্রাচীর পরিষদের সঙ্গে পেইচিংয়ে পিরামিড-মহাপ্রাচীর সহযোগিতা স্মারক স্বাক্ষর করেছে। দু'পক্ষ যার যার সাংস্কৃতিক ধ্বংসাবশেষ সুরক্ষা জোরদার করার ভিত্তিতে পর্যটন উন্নয়ন ক্ষেত্রের আদানপ্রদান সম্প্রসারণের ব্যাপারে একমত হয়েছে। দু'পক্ষ পিরামিড ও মহাপ্রাচীর পর্যটন সম্পদের উন্নয়ন ত্বরান্বিত করতে সহযোগিতা চালাবে।
মিসরের পর্যটন মন্ত্রী আহমেদ আল-মাগরাবি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মিসরের প্রথম পর্যটন সাংস্কৃতিক মেলা ২২ জুলাই পেইচিংয়ে শুরু হয়েছে।
|