২১ তারিখে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মুখপাত্র স্কট ম্যাকলেল্লান ওয়াশিংটনে অনুষ্ঠিত সাংবাদ সম্মেলনে বলেছেন যে, কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকে আবার অংশগ্রহণ করার জন্যে উত্তর কোরিয়ার কোনো পূর্বশর্ত জুড়ে দেয়া উচিত নয় এবং পারমাণবিক পরিকল্পনা বাতিল করার রণনৈতিক সিদ্ধান্ত নেয়া উচিত ।
তিনি বলেছেন, উত্তর কোরিয়া পারমাণবিক পরিকল্পনা বাতিল করলে, আন্তর্জাতিক সমাজের সঙ্গে সম্পর্ক পরিবর্তন ঘটবে এবং আন্তর্জাতিক সমাজে মিশে যাওয়ার কল্যাণ উপভোগ করবে ।
তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্র তৃতীয় দফা ছ'পক্ষীয় বৈঠকে উত্থাপিত কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত সমাধানের উপায়ে অবিচল থাকবে ।
একইদিনে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র চীনের সংবাদমাধ্যমকে স্বাক্ষাত্ দেয়ার সময়ে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সার্বভৌমত্বকে সম্মান করে , উত্তর কোরিয়ার সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের সম্পর্ক গঠন করে এবং দু'দেশের সম্পর্কের স্বাভাবিকায়নের মাধ্যমে পারস্পরিক আস্থা স্থাপন করে ,তাহলে কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা অবশ্যই সমাধান হবে । এই মুখপাত্র আরো বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্রের ওপর আঘাত হানবে না এবং উত্তর কোরিয়া কোনাদিনই পারমাণবিক অস্ত্র অধিকার করবে না । তিনি বলেছেন, সংলাপ ও পরামর্শের মাধ্যমে কোরীয় উপদ্বীপের পারমাণবিক অস্ত্র-মুক্তকরণ বাস্তবায়ন করা হচ্ছে উত্তর কোরিয়ার অবিচলিত মতাধিষ্ঠান ।
|