২১ তারিখ সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইস জেরুজালেমে পৌঁছে ইস্রাইলের পররাষ্ট্রমন্ত্রী সিল্ভান শালোমের সঙ্গে বৈঠক করেছেন । রাইস বলেছেন, গাজা অঞ্চল থেকে ইস্রাইলের প্রত্যাহ্যার খুব গুরুত্বপূর্ণ । কারণ এটা হবে ফিলিস্তিন-ইস্রাইল শান্তি প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ তত্পরতা ।
তিনি বলেছেন, প্রত্যাহারের প্রক্রিয়ার গুরুত্ব হচ্ছে নিরাপত্তার রক্ষা ব্যবস্থা জোরদার করা ।প্রত্যাহ্যারের অভিযানের ওপর ধ্বংস করার কোনো সন্ত্রাসী তত্পরতা ইস্রাইল ও ফিলিস্তিনের উভয়েই প্রতিরোধ করা উচিত । তিনি জোর দিয়ে বলেছেন যে, ইস্রাইলের প্রত্যাহার অভিযান শেষ হওয়ার পর, ইস্রাইল ও ফিলিস্তিন মধ্য-প্রাচ্যের " শান্তির রোড ম্যাপ পরিকল্পনা"আবার শুরু করা হবে ।
বিশ্লেষকরা উল্লেখ করেছেন যে, ফিলিস্তিন-ইস্রাইল অঞ্চলে রাইসের এবারকার সফরের উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিন ও ইস্রাইলের প্রতি পারস্পরিক বিরোধ লঘু করার তাগিদ দেওয়া , যাতে ইস্রাইল অবাধে একতরফা প্রত্যাহ্যার পরিকল্পনা চালু করা যায় ।
|