|
|
(GMT+08:00)
2005-07-21 21:51:02
|
চীন-কাজাখস্তান দু'টো ক্ষমতাসীন পাটির মধ্যে মত বিনিময়
cri
২১ জুলাই পেইচিংএ সফররত কাজাখস্তানের মাতৃভূমি পাটির কার্যনির্বাহী চেয়ারম্যান জুমাগুলোভের সঙ্গে সাক্ষাত করার সময় চীনের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুর্রোর স্ট্যান্ডিং কমিটির সদস্য লি ছাং ছুয়েন বলেছেন, চীনের কমিউনিষ্ট পাটি কাজাখস্তানের মাতৃভূমি পাটির সঙ্গে গভীরভাবে দেশ পরিচালনার অভিজ্ঞাতা বিনিময় করতে চায় এবং দু' দেশের সম্পর্কের স্থিতিশীল উন্নয়নের জন্য নতুন অবদান রাখতে প্রস্তুত। তিনি আরও বলেছেন, চীনের কমিউনিষ্ট পাটি কাজাখস্তানের মাতৃভূমি পাটির সঙ্গে মৈত্রীকে অত্যন্ত উঁচু স্থানে রাখে ।জুমাগুলোভ বলেছেন, দু' দেশের রণনৈতিক অংশীদারী সর্ম্পক প্রতিষ্ঠা আর বিকশিত করার ব্যাপারে দু' দেশের নেতাদের মধ্যে মতৈক্য হয়েছে । তিনি বলেছেন, মাতৃভূমি পাটি চীনের উন্নয়নের দিকে অত্যন্ত মনোযোগ দিয়ে এসেছে।
|
|
|