২১ জুলাই পিয়াংইয়াংএ চীনের সংবাদমাধ্যমকে দেয়া একটি সাক্ষাতকারে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যদি যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সার্বভৌমত্বকে সম্মান করে, শান্তিপূর্ণ সহাবস্থানের সম্পর্ক গড়ে তোলে এবং দু'দেশের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে পারষ্পরিক আস্থা বাস্তবায়িত হয় তাহলে কোরীয় পারমাণবিক সমস্যার আপনাআপনি সমাধান হবে।
মুখপাত্র বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্রের উপর আঘাত হানার জন্য নয়, উপরন্তু উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের অধিকারীও হতে চায় না। তিনি বলেছেন, সংলাপের মাধ্যমে পারমাণবিক অস্ত্র-মুক্ত কোরীয় উপ-দ্বীপ প্রতিষ্ঠাউত্তর কোরিয়ার বরাবরকার মৌলিক নীতি।
|