২০ জুলাই ইরাকের সংবিধান প্রনয়ন কমিটির সুন্নী প্রতিনিধিরা সাময়িকভাবে সংবিধান প্রনয়ন কার্যক্রম থেকে সরে যাবার জরুরী ঘোষণা দিয়েছেন।
ইরাকের সংবিধান প্রনয়ন কমিটির সুন্নী সদস্যরা তাদের নিরাপত্তা হুমকিগ্রস্ত হওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। ১৯ জুলাই ইরাকের সংবিধান প্রনয়ন কমিটির তিনজন সুন্নী সদস্য বাগদাদে নিহত হয়েছে।
খবরে প্রকাশ, সংবিধান প্রনয়ন কমিটির সুন্নী সদস্যরা ২১ জুলাই সম্মেলন আয়োজন করে অব্যাহতভাবে সংবিধান প্রনয়নের কাজে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
অন্য খবরে জানা গেছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এরেলি ২০ জুলাই বলেছেন, ইরাকের সংবিধান প্রনয়ন কমিটির সুন্নী সদস্যদের উচিত আবার সংবিধান প্রনয়নের কাজে অংশ নেয়া, যাতে এই কমিটির কাজ অব্যাহতভাবে চালানো যায়।
|