২০ জুলাই সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাগরে মাছ-ধরা জাহাজগুলো বেআইনীভাবে মাছ ধরে কি না , তা তত্বাবধান করার জন্য সম্প্রতি উত্তর মহা সাগরে চীন আর যুক্তরাষ্ট্র যৌথভাবে তিন দিনব্যাপী টহল দিয়েছে। সহযোগিতার ফলাফল নিশ্চিত করার জন্য নিজ নিজ পক্ষের দু জন দায়িত্বশীল কর্মকর্তাকে প্রতিপক্ষের জাহাজে পাঠানো হয়েছে।
টহল শেষে চীনের জাহাজে চীন আর যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে বৈঠক হয়েছে।দু পক্ষ এক মত হয়েছে যে, সহযোগিতার পদ্ধতি আর বিষয়বস্তু ইত্যাদি ক্ষেত্রে এবারকার যৌথ অভিযান নতুন ব্যুহ ভেদ করেছে।
|