v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-21 19:04:29    
যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ প্রসঙ্গে কোনো প্রস্তাব নিয়ে ভোটদানের বিরোধী

cri
    মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্ণস ২০ জুলাই নিউইয়কে অবস্থিত জাতি সংঘের সদর দফতরে আরেকবার ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে বর্তমানে নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ প্রসঙ্গে কোনো প্রস্তাব নিয়ে জাতি সংঘে ভোটদানের বিরোধীতা করে।

    একইদিন বার্ণস মিসরসহ অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আগে বলেছেন, যুক্তরাষ্ট্র আশা করে যে জাতি সংঘ সাধারণ পরিষদ জাতি সংঘের ব্যবস্থাপনা, বাজেট ও প্রশাসনিক সংস্কার চালানোর ব্যাপারে সিদ্ধান্ত অনুমতি দিতে পারবে।

    এক বা দু'সপ্তাহের মধ্যে জাতি সংঘের সম্মেলনে নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ সমস্যা নিয়ে ভোট নেওয়ার প্রসঙ্গে বার্ণস বলেছেন, মার্কিন দৃষ্টিতে সেটা পরিণত নয়। তা জাতি সংঘের সদস্য দেশগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করবে। নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ খুব জটিল। যুক্তরাষ্ট্র আশা করে যে বিভিন্ন পক্ষ অব্যাহতভাবে এ সমস্যা নিয়ে আলোচনা করবে।

    বার্ণস আরো বলেছেন, যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ সমর্থন করে। কিন্তু জাতি সংঘ আরও ক্ষমতাশালী হবার পরই নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ সমস্যা নিয়ে বিবেচনা করা হবে। তিনি মাত্রাতিরিক্তভাবে নিরাপত্তা পরিষদের ব্যাপকতা সম্প্রসারণের অধিষ্ঠান আরেকবার ঘোষণা করেছেন।