v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-21 16:15:40    
২১ জুলাই

cri
** ১৯৯০ সালের ২১ জুলাই চীন ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা

 সৌদি আরবের পুরো নাম সৌদি আরব রাজ্য, এর অর্থ সুখী মরুভুমি । সৌদি আরব এশিয়ার দক্ষিণ-পশ্চিমাংশের আরব উপদ্বীপে অবস্থিত। এর আয়তন ২২ লক্ষ ৪০ হাজার বর্গকিলোমিটার। জনসংখ্যা ২ কোটি ২৭ লক্ষ ৬০ হাজার (২০০১ সাল), অধিকাংশ নাগরিক আরবী লোক। সরকারী ভাষা আরবী। ইসলাম ধর্ম হচ্ছে রাষ্ট্রীয় ধর্ম। রাজধানী রিয়াদ। প্রধান শক্তি সম্পদের মধ্যে অন্তর্ভুক্তআছে পেট্রোলিয়াম, লোহা, ব্রোঞ্জ, সোনা, রৌপ্য, ক্রৌমিয়াম, দস্তা ইত্যাদি। পেট্রোলিয়াম বিক্রীজনিত আয় হচ্ছে তার প্রধান আর্থিক উত্স। প্রধান কৃষিজাত দ্রব্য হচ্ছে গম, যব, টমেটো। পশুপালন শিল্পের মধ্যে রয়েছে ছাগল, উট, গরু এবং গৃহপালিত পাখি ইত্যাদি। প্রধান রপ্তানী পণ্য হচ্ছে পেট্রোলিয়াম, প্রধান আমদানী পণ্য হচ্ছে উত্পাদন উপকরণ, পরিসেবার যন্ত্রপাতি এবং বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য। সপ্তম শতাব্দীতে আরব সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। ১৯৩২ সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠিত হয়। ২৩ সেপ্টেম্বর হচ্ছে তার জাতীয় দিবস। সৌদি আরব জোটনিরপেক্ষ বৈদেশিক নীতি অনুসরণ করে, ইসলামী এবং আরব দেশগুলোর সঙ্গে বহু পাক্ষীক পররাষ্ট্রনীতি জোরদারের প্রয়াস চালায়, সক্রিয়ভাবে পশ্চিম ইউরোপ এবং জাপানের সম্পর্ক উন্নয়ন করে, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব দেয়। ১৯৯০ সালের ২১ জুলাই চীন ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে।

** ১৯২৩ সালের ২১ জুলাই ছিং রাজবংশের পরিত্যাগী সম্রাট ফু ই বাধ্যতামূলকভাবে খোজা পুরুষ প্রত্যাহার করার আদেশ দিয়েছেন । এতে দু'হাজারাধিক বছরের সামন্ততান্ত্রিকখোজা পুরুষ ব্যবস্থার অবসান হয়েছে।

** ১৯৬০ সালের ২১ জুলাই শ্রীমাভো বন্দরনায়েক শ্রীলংকার প্রধানমন্ত্রী হন। তিনি বৃটিশ কমনওয়েলথ ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী।

 

** ১৯৮০ সালের ২১ জুলাই পশ্চিম ইউরোপীয় ফেডারেল পরিষদের প্রকাশিত বিবৃতিতে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর জার্মানীর সামরিক জাহাজ নির্মানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করতে রাজি হয়েছে। পশ্চিম জার্মানী যে কোন ধরনের সামরিক জাহাজ এবং ডুবো জাহাজ নির্মান করতে অনুমোদন পেয়েছে।

**১৯৬৯ সালের ২১ জুলাই মার্কিন "এপোলো-১১" নামক মহাকাশযানের নভোচারী আমস্ট্রোং এবং অন্ড্রিণ মানবজাতির প্রথম চন্দ্রপৃষ্ঠে হাঁটার তত্পরতা সম্পন্ন করে চন্দ্র থেকে রওনা হয়ে পৃথিবীতে ফিরে আসেন।

 

 

** খ্রীষ্ট পূর্ব ৭৭৬ সালের ২১ জুলাই প্রথম ওলিম্পিক গেমস প্রাচীন গ্রীসে অনুষ্ঠিত হয়েছে

 ওলিম্পিক গেমসের পূর্বে ছিলো ওলিম্পিক ক্রিড়া। এর উত্স হচ্ছে ওলিম্পিক অধিবাসীদের দেবতাকে পুজা করার অনুষ্ঠান। পরে গোটা গ্রীসে জীউসের স্মরণ সভায় রুপান্তরিত হয়েছে। প্রথম ওলিম্পিক গেমসের পর চার বছরে একবার তা অনুষ্ঠিত হয়।