গত ৩১ মে রোজ মঙ্গলবার , এই দিন আমার জীবনের একটি স্মরনীয় দিন। এই দিনের কথা যখন মনে পড়ে তখন মনটা আনন্দে. গর্বে ভরে যায়। মনে হয় সত্যিই আমি ভাগ্যবান। ২০০৪ সালের এক "চাওয়া পাওয়া" অনুষ্ঠানে আমাকে নভেম্বরের শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন করা হয়েছে। মাদাম ইউ যখন ঘোষণা দিলেন , তখন আমাদের ক্লাব ভবনে জনা দশেক শ্রোতা "চাওয়া পাওয়া" অনুষ্ঠান শুনছিলেন। ঘোষণাটি শুনে আমরা আনন্দে পরস্পরকে জড়িয়ে ধরে উল্লাস করছিলাম। পরদিন ছিল মিষ্টি খাওয়ার পালা। ক্লাবের সভাপতি খুব উত্সুক ভদ্র লোক। উনি আমাদের সবাইকে মিষ্টি খাওয়ার জন্য ২০০ টাকা দিলেন। সবাই তৃপ্তি সহকারে মিষ্টি খেলাম। কি যে আনন্দ, তা বলার ভাষা নেই। গত ৩১ মে ঢাকাস্থ কেন্দ্রীয় সি আর আই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের আয়োজনে আনুষ্ঠানিকভাবে স্মরণ রাখার মত একটি অনুষ্ঠানের মাধ্যমে আমাকে নভেম্বরের শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারটি ছিল একটি রেডিও। জনাব সৈয়দ রেজাউল করিম বেলাল, জিল্লুর রহমান জিলু এবং চীনা দুতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলার মাদাম রেন সিউ ছি যৌথভাবে পুরস্কার যখন আমার হাতে তুলে দিলেন , আমি তখন আনন্দে আত্মহারা। রেডিওটি খুব সুন্দর। ছোট আকারের হলেও আমার খুবই পছন্দের। মনে হয় যেন রেডিওটি আমর হৃদয়ের একটি অংশ। রেডিওটি আজীবন আমার সঙ্গী হিসেবে থাকবে। দীর্ঘ দিনের শ্রোতা জীবনের পরম পাওয়া রেডিওটি আমার সামনে চলার অনুপ্রেরনা হয়ে থাকবে। --- বাংলাদেশের ফরিদপুর জেলার ওয়াল্ড রেডিও লিসনার্স ক্লাবের জেনারেল সেক্রেটারী এম এম গোলাম সারোয়ার
|