v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-20 22:27:57    
আগামী ১৭ থেকে ৩১ জুলাই পযর্ন্ত ১১তম বিশ্ব সাঁতার চ্যাম্পীয়নশীপ ক্যানাডার মনট্রিল শহরে অনুষ্ঠিত হয়

cri
    এবারকার প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য চীন ৭১জন ক্রীড়াবিদকে পাঠিয়েছেন।

    ৫ জুলাই চীনের রাষ্ট্রীয়ক্রীড়া অধি-দফতরের সাঁতার কেন্দ্র চীনের প্রতিনিধি দলের নাম-তালিকা ঘোষণা করেছে। ১২১ সদস্যের এই প্রতিনিধি দলে ৭১ জন হলেন ক্রীড়াবিদ। এবারকার প্রতিযোগিতায় সাঁতার কেন্দ্র চীন দলের জন্য স্বর্ণপদকের কোনো লক্ষ্য প্রণয়ন করেনি। কেবলমাত্র এভাবে জোরদার করা হয়েছে, পেইচিং ওলিম্পিক ২০০৮-এ নতুন ক্রীড়াবিদদের তৈরী করা এবারকার প্রতিযোগিতায় অংশ নেওয়ার উদ্দেশ্য।৭১ জন ক্রীড়াবিদের মধ্যে ৫৩ শতাংশ প্রথমবার বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এ প্রসঙ্গে চীনের রাষ্ট্রীয় ক্রীড়া অধি-দফতরের সাঁতার কেন্দ্রের পরিচালক লী হুওয়া বলেছেন,

    এবারকার প্রতিযোগিতায় আমাদের দলের ইচ্ছাশক্তি আরও বাড়ানো এবং পেইচিং ওলিম্পিক গেমসে অংশ নিতে অভিজ্ঞতা সঞ্চয় করাই এবারকার বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় আমাদের অংশ নেওয়ার উদ্দেশ্য।

    তিনি সঙ্গে সঙ্গে বললেন, পেইচিং ওলিম্পিক গেমসের জন্য দলের ইচ্ছাশক্তি আরও বাড়ানোর সঙ্গে সঙ্গে চীনের প্রতিনিধিরা এবারকার সাঁতার প্রতিযোগিতার দু একটি ইভেন্টে স্বর্ণপদক অর্জনের প্রচেষ্টাও চালাবে। চীনের সাঁতার দলে অনেক সাঁতারু বিশ্ব প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ।তাদের মধ্যে এথ্যেস ওলিম্পিক গেমসের নারী ১০০ মিটারের চ্যাম্পীয়ন লো শিয়ে জুন নি:সন্দেহেসবচেয়ে নাম-করা। তিনি চীনের সাঁতার প্রতিনিধি দলের জন্য স্বর্ণপদক অর্জন করতে পারেন । গত মেয়াদের বিশ্ব সাঁতার চ্যাম্পীয়নশীপে তিনি ৫০ আর ১০০ মিটারের বুক সাঁতারের চ্যাম্পীয়ন হন। তা ছাড়া, ৪ গুনিতক ২০০ মিটার রিলে সাঁতার প্রতিযোগিতায় চীনের নারী সাঁতার প্রতিনিধি দলের জন্য স্বণপদক অর্জনের সার্মথ্য তাঁর আছে। পুরুষ দল এবারকার প্রতিযোগিতায় নৈপুণ্য দেখাতে পারবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘকাল ধরে চীনের ডাইভিং দল একটি অতি শক্তিশালী দল। নবীন ডাইভারদের তৈরী করার জন্য এবার পুরুষ দলে বেশ কয়েক জন যুব ডাইভারকে পাঠানো হয়েছে। তাদের বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে । চীনের ডাইভিং দলের পরিচালক চো চি হং বলেছেন, পেইচিং ওলিম্পিক গেমসে চীনের ডাইভিং দল যাতে ভাল সাফল্য অর্জন করতে পারবে সেই লক্ষ্যে এবারকার বেশ কয়েক জন নবীন ক্রীড়াবিদকে পাঠানো হয়েছে। এক কথায় এবারকার বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় চীনা ক্রীড়াবিদরা ভাল নৈপুণ্য দেখাতে পারবেন বলে আশা করা হচ্ছে।