ভারতের আসাম রাজ্যে সাম্প্রতিক দু'সপ্তাহ ধরে গুরুতর বন্যা হয়েছে। তাতে অন্ততঃ ১৫জন নিহত হয়েছে, ১৯ লক্ষ স্থানীয় বাসিন্দা স্থানান্তরিত হয়েছে।
বর্তমানে পুরো রাজ্যের ৯টি জেলা প্লাবিত হয়েছে, আসাম রাজ্য সরকার ত্রাণ অঞ্চলে পুলিশ ও জীবন-রক্ষীদেরা পাঠিয়েছে।
আসাম রাজ্যে প্রতি বছরই বর্ষাকালে গুরুতর বন্যা হয়। গত বছরের বন্যায় অন্ততঃ ২০০জন নিহত হয়েছে, এবং এক কোটি ২০ লক্ষের মানুষ আশ্রয় হারিয়েছেন।
|