|
 |
(GMT+08:00)
2005-07-20 20:57:24
|
ইরাকে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত
cri
২০ জুলাই ইরাকের পুলিশ সূত্রে জানা গেছে , একজন আত্মঘাতী বোমা হামলাকারী বাগদাদের নবীণ সৈন্য ভর্তি কেন্দ্রের সামনে বোমা বিস্ফোরণ ঘটালে কমপক্ষে ১০ জন হিহত আর কয়েক ডর্জন আহত হয়েছে।
পুলিশ পক্ষ বলেছে, এই হামলাকারী জনতার ভীড়ের মধ্যে গায়ে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।
ইরাক যুদ্ধ শেষ হওয়ার পর থেকে নবীন সৈন্য ভর্তি কেন্দ্র মাঝেমাঝেই আত্মঘাতী বোমা হামলার শিকার হয়।এ বছরের ফেব্রুয়ারী মাসে ইরাকের নিরাপত্তা বাহিনীর একটি নবীন ভর্তি কেন্দ্রে সংঘটিত একটি আত্মঘাতী হামলায় কমপক্ষে ২০ জন নিহত আর কয়েক ডর্জন আহত হয়েছে।
|
|
|