১৯ জুলাই বাগদাদে ইরাকের সংবিধান প্রণেতা কমিশনের সুন্নি দলের দু'জন সদস্য আর তাদের একজন সহকারী গুপ্তঘাতকের গুলিতে প্রাণ হারিয়েছে।
আল-জাঝিরা টেলিভিশনের একটি খবরে বলা হয়েছে, ইরাকের সংবিধান প্রণেতা কমিশনের তিন জন সদস্য গুপ্তঘাতকের হাতে মারা গিয়েছে।
১৯ জুলাই জাতি সংঘ মহা সচিব কোফি আন্নান তাঁর মুখপাত্রের মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেছেন।বিবৃতিতে তিনি এই ঘটনার ব্যাপারে উদ্বেগ আর নিন্দা প্রকাশ করেন। তিনি আশা করেন , এই ঘটনা সংবিধান প্রণেতা কমিশনের কার্যক্রমের উপর প্রভাব ফেলবে না। ইরাকস্থ মার্কিন দূতাবাসের একটি বিবৃতিতে বলা হয়েছে, এই আততায়ী ঘটনা ইরাকী জনগণের নতুন সংবিধান প্রণয়নের দৃঢ়সংকল্প নড়াতে পারে না।
|