v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-20 20:16:25    
রেন সিয়ানছি

cri
    চীনের থাইওয়ানের গায়ক রেন সিয়ানছি হচ্ছেনচীনের মঞ্চে একজন জনপ্রিয় গায়ক। দীর্ঘকাল ধরে তিনি নিজের শৈলী দিয়ে দর্শক-শ্রোতাদেরসমাদর পেয়েছেন। ২০০৪ সালের শেষ দিনে তিনি ( দুই মেরু) নামক তাঁর নতুন সিডি সংকলন প্রকাশ করেছেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের কাছে এই নতুন সিডির কিছু পরিচয় দেবো। প্রিয় বন্ধুরা, আপনারা এখন শুনছেন এই সিডি সংকলনের একটি গান। এর নাম কখনও আপোস করবো না। এটি হচ্ছে কুচকাওয়াজের ছন্দসম্পন্ন একটি গান। গানের কথাও খুব উদ্দীপনাময়। গানের কথা হলো:

    আমি এখনও কিছু অর্জন করিনি,

    কিন্তু আমি চোখের পানি মুছে ফেলেছি। সাহসভরে আমি সামনে যাই,

    আমি কখনও আপোস করবো না।

    চলুন, আমরা পুরো গানটি একবার শুনি।

    বর্তমানে আমরা চীনের টিভি, চলচ্চিত্রে ঘন ঘন রেন সিয়েনছিকে দেখতে পাই। কিন্তু প্রথমে রেন সিয়েনছি এক জন গায়ক হিসেবে চীনে বিখ্যাত হয়েছেন।    ১৯৯৭ সালে থাইওয়ানের বিখ্যাত সূরকার সিও ছোং রেন সিয়েনছির জন্য " তোমার হৃদয় খুবই কোমল" নামক সিডি সংকলন তৈরী করেছেন। এর পর রেন সিয়েনছি সুপরিচিত হয়েছেন এবং তিনি যথাক্রমে কয়েকটি সিডি সংকলন প্রকাশ করেছেন। তারঁ নতুন সিডি সংকলন( দুই মেরু) ২০০৪ সালের শেষ দিকে প্রকাশের জন্য রেন সিয়েনছি স্ব নির্বাচিত সংকলনে মনোনিবেশ করেন। নতুন সংকলনে এক শতাধিক গানের মধ্যে ১১ টি গান বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে অনেক গানের ব্যাপারে তিনি খুব সন্তুষ্ট। পরে আমরা একসঙ্গে এই সংকলনের প্রধান গান( দুই মেরু ) শুনবো। সাধারণত, দুই মেরু হচ্ছে দক্ষিণ মেরু ও উত্তর মেরু । কিন্তু রেন সিয়েনছি এই গানের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে পৃথিবীতে দীর্ঘতমব্যবধান দুই মেরুর ব্যবধান নয়। যদি প্রেমিক-প্রেমিকা ভালোবাসা নষ্ট করেন, তাহলে তাদের বাকী সময় কাটবে নিঃশব্দ বেদনায় এবং ব্যবধান বেড়ে হবে দুর্লঅঙঘ্য।রেন সিয়েনছি বিশ্বের প্রেমিক-প্রেমিকাদের এই গানটি উপহার দিয়েছেন। তিনি আশা করেন, তাঁরা হৃদয়ের প্রতিবেশীকে মুল্যায়ন করবেন। আচ্ছা, বন্ধুরা,এখন গানটি শুনবো।

    নতুন সিডি সংকলনে রেন সিয়েনছি হংকংয়ের বিখ্যাত অভিনেতী শু ছিকে আমন্ত্রণ জানিয়ে তাঁর সঙ্গে একটি প্রেমের গান গেয়েছেন। গানের নাম হচ্ছে সেই বছর, সেই দিন। এখন আমরা একসঙ্গে এই গান উপভোগ করবো।

    সঙ্গীত মঞ্চে প্রবেশের আট বছরে রেন সিয়েনছি অজস্র প্রেমের গান গেয়েছেন। নতুন সিডি সংকলনে তিনি প্রথমবারের মতো নৃত্যচঞ্চল সঙ্গীত গাইতে চেষ্টা করেন। পরে আমরা একসঙ্গে এই ধরনের একটি গান শুনবো। গানের নাম হচ্ছে কুকুর ছানা। গানের কথা হলো:

    আমি তোমার অনুরাগী কুকুর, অবিরাম তোমার পেছন পেছন ঘুরছি,

    আমি তোমার অনুরাগী কুকুর, তোমার ভালবাসার প্রতীক্ষা করছি।

    আমি তোমার পাশে থাকতে চাই, তোমার ছায়াসঙ্গী হয়ে সবখানে যেতে চাই। আচ্ছা, এখন গান শুনবো।

    এখন একসাথে আজকের অনুষ্ঠানের শেষ গান শুনবো। গানের নাম " একজন , যে স্বপ্ন দেখে"। এটি হচ্ছে একটি প্রাণবন্তগান। এখন আমরা গান শুনতে শুনতে ভবিষ্যতের প্রতি রেন সিয়েনছির আশাবাদ অনুভব করবো। গানের কথা হলো:

    যারা স্বপ্ন দেখে, তারা ঠিক একই রকম।

    পথ চলতে চলতে আমি গান গাই, কখনো আনন্দের গান, কখনো বেদনার।

    তবে আমি স্বপ্ন দেখি,

    একদিন সফলতার ফুল মিটি মিটি হাসবে।

    যারা স্বপ্ন দেখে, তারা বেঁচে থাকে।

    আচ্ছা, বন্ধুরা,এখন আমরা গানটি শুনি।