ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আবাস ১৯ জুলাই গাজায় বলেছেন, ফিলিস্তিনের সকল দল আর সংস্থাকে স্বাক্ষরিত যুদ্ধ-বিরতি মেনে চলতে হবে , কোনো ব্যাক্তি নিজের ইচ্ছামতো ইসরাইলের আক্রমণের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালাতে পারবে না। ১৯ তারিখে গাজায় মাহমুদ আব্বাস ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার কার্যনিবার্হী কমিটির অধিবেশনের সভাপতিত্ব করেছেন। অধিবেশের পর একটি বিবৃতিতে বিভিন্ন দলের মধ্যেকার মতভেদ দূর করা এবং ফিলিস্তিনের জাতীয় ঐক্য আর একায়ন রক্ষার জন্য ফিলিস্তিনের সংশ্লিষ্ট সহলের উদ্দেশ্যে অবিলম্বে জোর প্রয়াস চালানোর আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনী কতৃর্পক্ষ বিভিন্ন দলের ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে এবং তাদেরকে আইন প্রণেতা কমিশন এবং স্থানীয় কমিশনের নির্বাচনের মাধ্যমে ফিলিস্তিনী জাতির নীতি নির্ধারন কাজে সামিল হতে স্বাগত জানিয়েছে।
|