২০ জুলাই উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থার একটি ভাষ্যে জাপানের সমালোচনা করে বলা হয়েছে যে , জাপান ছিনতাই ঘটনাকে কাজে লাগিয়ে কোরীয় উপদ্বীপের ছ'পক্ষীয় বৈঠকে বাধা সৃষ্টির চেষ্টা করছে ।
ভাষ্যে আরো বলা হয়েছে , ছ'পক্ষীয় বৈঠক অচিরেই অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন পক্ষ কোরীয় উপদ্বীপের পারমানবিক সমস্যা সমাধানের চেষ্টা করছে , শুধু জাপান নিজের স্বার্থে বৈঠকে এই সমস্যার সঙ্গে সম্পর্কহীন ছিনতাই সমস্যা জুড়ে দেবার জেদ ।
ভাষ্যে বলা হয়েছে , জাপান তার এই মতাধিষ্ঠান পরিবর্তন না করলে ছয়পক্ষীয় বৈঠকে অংশ নিয়েও কোনো ভূমিকা নেবে না । উত্তর কোরিয়া বৈঠকে জাপানের সঙ্গে যোগাযোগ করবে না ।
|