চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওশিং ২০ জুলাই পেইচিংয়ে বলেছেন, চীন দৃঢ়ভাবে শান্তিপূর্ণ উন্নয়নের পথ ধরে চলবে। চীন কোনো দেশের প্রতি হুমকি সৃষ্টি করবে না এবং অভিন্ন অগ্রগতি বাস্তবায়নের জন্য বিভিন্ন দেশের জনগণের সঙ্গে মিলিতভাবে মৈত্রী ও পারষ্পরিক উপকারিতামূলক সহযোগিতার সম্পর্ক উন্নত করতে ইচ্ছুক।
লি চাওশিং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক " চীনের সামরিক শক্তি সম্পর্কিত রিপোর্ট" প্রসঙ্গে আমাদের বেতারের সংবাদদাতাদের চীন আন্তর্জাতিক বেতারকে সাক্ষাতকার দেওয়ার সময় উপরোক্ত কথা বলেছেন।
পেইচিংয়ের একজন সামরিক বিশেষজ্ঞ আমাদের সাক্ষাতকার দেওয়ার সময় বলেছেন, উপরোক্ত রিপোর্টেবেশির ভাগ পরিসংখ্যান সত্যি নয়। রিপোর্টটি বানোয়াট এবং বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এর মধ্যে কিছু অংশে থাইওয়ানের কাছে মার্কিন অস্ত্রশস্ত্র বিক্রির জন্য প্রস্তুতি নেয়ার অজুহাত তৈরী করা হয়েছে।
|