দক্ষিণ কোরিয়া সরকারের এক জন উচ্চপদস্থ কর্মকর্তা ২০ জুলাই বলেছেন, জাপানের প্রধানমন্ত্রী কোইজুমি জুনিছিরো ১৯ তারিখে জাপানের লিবারেল ডেমোক্র্যাটিক পাটির সাবেক ভাইস-প্রেসিডেন্ট ইয়ামাসাকি তাকুর মাধ্যমে জাপান আর উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন। দক্ষিণ কোরিয়া সরকার এই মনোভঙ্গীকে স্বাগত জানায়।
এই কর্মকর্তা বলেছেন, জাপান পক্ষের এই আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের সমর্থনে দক্ষিণ কোরিয়া কোরীয় উপদ্বীপের দক্ষিণ উত্তর সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়ায় সক্রিয়ভাবে সহযোগিতা করবে।
এই কর্মকর্তা বলেছেন, দক্ষিণ কোরিয়ার চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে কোরিয় উপদ্বীপের স্নায়ু যুদ্ধ পরিস্থিতি ভেঙ্গে দেয়া । উত্তর কোরিয়া আর যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া আর জাপানের সম্পর্কের স্বাভাবিকীকরণ হচ্ছে এই উদ্দেশ্য বাস্তবায়নের অন্যতমচাবিকাঠি।
কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত নতুন দফা ছ'পক্ষীয় বৈঠকে জাপান অপহরণকৃত জাপানীদের সমস্যা আলোচনা করতে চেয়েছে। এই প্রসঙ্গে এই কর্মকর্তা বলেছেন, ছ'পক্ষীয় বৈঠকের উদ্দেশ্য হচ্ছে কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সমাধান করা, অন্যান্য সমস্যা দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সমাধান করা উচিত।
|