১৯ তারিখে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আর রাশিয়া পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র উভয়েই আসন্ন নতুন দফা ছ'পক্ষীয় বৈঠক আয়োজনকে স্বাগত জানিয়েছেন এবং আশা করেন বৈঠকে বাস্তব অগ্রগতি অর্জিত হবে ।
১৯ তারিখে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র একটি বিবৃতি প্রকাশ করেছেন যে, দক্ষিণ কোরিয়া প্রচেষ্টা চালিয়ে চতুর্থ ছয় পক্ষীয় বৈঠকে সক্রিয় ও ইতিবাচক ভুমিকা পালন করবে ,যাতে কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যার সমাধানের প্রক্রিয়ায় বাস্তব অগ্রগতি অর্জন করা যায় । এর সঙ্গে সঙ্গে বিবৃতিতে আরো বলা হয়েছে যে, দক্ষিণ কোরিয়া সরকার ছয় পক্ষীয় বৈঠক আবার শুরু করার জন্যে অংশগ্রহণকারীদের প্রয়াসের উচ্চপর্যায়ের মুল্যয়ন করেছে ।
একইদিনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সান্ডার ইয়াকোভেন্কো সংবাদমাধ্যমকে বলেছেন যে, রাশিয়া আলোচনার মাধ্যমে কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সমাধান করার মতাধিষ্ঠান পোষণ করছে । রাশিয়া পক্ষ আশা করে , পেইচিংয়ে অনুষ্ঠিতব্য ছয় পক্ষীয় বৈঠকে কার্যকর অগ্রগতি অর্জিত হবে ।
১৯ তারিখে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র খোং ছুয়ান ঘোষণা করেছেন যে, ২৬শে জুলাই কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত চতুর্থ দফা ছয় পক্ষীয় বৈঠক পেইচিংয়ে আয়োজিত হবে ।
|