চীনের পরিসংখ্যান ব্যুরোর ২০ জুলাই প্রকাশিত পরিসংখ্যাণ অনুযায়ী, গত ছ'মাসে চীনের অর্থনীতির প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের বিপরীতে ৯.৫ শতাংশ বেড়েছে। এই বৃদ্ধি হার গত বছরের চেয়ে ০.২ শতাংশ কম।
পরিসংখ্যাণ অনুযায়ী, গত ছ'মাসে চীনের কৃষি উত্পাদন পরিস্থিতি ভালো ছিল। গ্রীষ্মকালীণ শস্য উত্পাদন ৫০ লক্ষ টন বেড়েছে। শিল্পসংস্থার উন্নয়ন সুষ্ঠু। স্থাবরসম্পত্তি খাতে পুঁজি স্থিতিশীলভাবে বাড়ছে, তার বৃদ্ধিহার গত বছরের চেয়ে একটু কম। পণ্যভোগের চাহিদা বৃদ্ধির হার দ্রুত। পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। আমদানি ও রপ্তানিতে দ্রুত বৃদ্ধিহার বজায় ছিল এবং মোট মূল্য ৬৪০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।
পরিসংখ্যাণ থেকে আরো দেখা যায়, গত ছ'মাসে চীনের শহর ও গ্রামাঞ্চলের নাগরিকদের আয় দ্রুত বৃদ্ধি পেয়েছে।
|