১৯ জুলাই পেইচিংএ সফররত ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রান দুক লোংয়ের সঙ্গে সাক্ষাত করার সময় চীনের প্রধান মন্ত্রী উয়েন চিয়া পাও বলেছেন, চীন আর ভিয়েতনামের উচিত পারষ্পরিক উপকারিতা, বহুমুখী পদ্ধতি আর কার্যকর নীতিতে দীর্ঘকালের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা চালানো। উয়েন চিয়া পাও বলেছেন, দু দেশের শক্তি সম্পদের উন্নয়ন আর বুনিয়াদী ব্যবস্থা নির্মানের ক্ষেত্রে চীন আর ভিয়েতনামের নিবিড় সহযোগিতা চালানো উচিত। অর্থনৈতিক আর প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে পণ্যদ্রব্যের আদান-প্রদান আর আর্থ-বাণিজ্যিক সহযোগিতার মান উন্নত করা উচিত।
ভিয়েতনামের প্রেসিডেন্ট বলেছেন, ভিয়েতনাম পক্ষ চীনের সঙ্গে নতুন সহযোগিতার ক্ষেত্র উদভাবন করতে ইচ্ছুক।
|