১৮ জুলাই জাতি সংঘ সাধারণ পরিষদের ৫৯তম অধিবেশনের পূর্ণাংগ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে গত সপ্তাহে জাতি সংঘ নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ সংক্রান্ত আফ্রিকান ইউনিয়ানের উত্থাপিত খসড়া প্রস্তাব নিয়ে প্রকাশ্যে তর্কবির্তক হয়েছে। আফ্রিকান ইউনিয়ানের পালাক্রমিক চেয়ারম্যান দেশ নাইজেরিয়া এবং মিশর, আলজেরিয়া এবং বুর্কিনাফাসোপ্রতিনিধিরাএই বির্তকে ভাষণ দিয়েছেন। ভাষণে তারা আফ্রিকাশূণ্যনিরাপত্তা পরিষদের ইতিহাসের অবসান ঘটানোর দাবী জানিয়েছেন এবং বিভিন্ন দেশগুলোর উদ্দেশ্যে আফ্রিকা ইউনিয়ানের খসড়া প্রস্তাব সমর্থন করার আহ্বান জানিয়েছেন।
আফ্রিকান ইউনিয়ানের খসড়া প্রস্তাবে ছ'টি ভেটো -অধিকারসম্পন্ন নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র এবং পাঁচটি অস্থায়ী সদস্য রাষ্ট্র বাড়ানোর দাবী জানানো হয়েছে । এগুলোর মধ্যে দুটো স্থায়ী আর দুটো অস্থায়ী আসন আফ্রিকার।
বর্তমানে আফ্রিকান ইউনিয়ানের প্রতিনিধিরা আফ্রিকার প্রতিনিধিত্বকারী নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের প্রার্থী নির্বাচন করেন নি।
|