১৯ জুলাই-র সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, "হাইথাং" টাইফুনে দুজন তাইওয়ানী নাগরিক প্রাণ হারিয়েছেন। তাছাড়া অন্য দুজন নিখোঁজ এবং ২৯জন আহত হয়েছেন।
তাইওয়ানের কৃষিমন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে জানা গেছে, ১৯ তারিখ দুপুর পর্যন্ত, "হাইথাং" টাইফুনে তাইওয়ানের কৃষি খাতে ১.৩ বিলিয়ন নতুন তাইওয়ানী ডলার মূস্যের ক্ষতিগ্রস্ত হয়েছে ধান, কলা ইত্যাদি কৃষি পণ্যের গুরুতর ক্ষতি হয়েছে।
টাইফুন মাত্রা ধাপে ধাপে হ্রাস পাবার পর, তাইওয়ানের বেশির ভাগ জেলা ও শহরের অফিস আর শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে, ফ্লাইটও যথাক্রমে আবার শুরু হয়েছে সব আন্তর্জাতিক ফ্লাইট আবার স্বাভাবিক হয়েছে।
|