১৯ জুলাই পেইচিংয়ে অনুষ্ঠিত চীনের শ্রম আর সামাজিক নিশ্চয়তা বিধান মন্ত্রণালয়ের তথ্যজ্ঞাপন সভায় জানা গেছে, চলতি বছরের জানুয়ারী থেকে জুন মাস পর্যন্ত চীনের শহরাঞ্চলে নতুন কর্মসংস্থানের সংখ্যা ৫৯ লক্ষ ৫০ হাজার।
চীনের শ্রম আর সামাজিক নিশ্চয়তা বিধান মন্ত্রণালয়ের মুখপাত্র হু সিয়াও ই বলেছেন, কর্মসংস্থান বাড়ানোর জন্য চলতি বছরে কেন্দ্রীয় আর স্থানীয় পুঁজিবিনিয়োগ বাড়ানোর সঙ্গে সঙ্গে চীনের শ্রম ও সামাজিক নিশ্চয়তা বিধান মন্ত্রণালয় কর্মসংস্থানের সংকটভোগী গোষ্ঠিকে সাহায্য করেছে, তাঁদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে, বিনা পয়সায় প্রশিক্ষণ দিয়েছে, এতে বলিষ্ঠভাবে কর্মসংস্থান এবং পুনর্কর্মসংস্থানের কাজ ত্বরান্বিত হয়েছে।
জুন মাসের শেষ দিক পর্যন্ত চীনের নগরে তালিকাভুক্ত কর্মচ্যুত ব্যক্তির সংখ্যা ৮০ লক্ষ, কর্মচ্যুতের হার ৪.২ শতাংশ, এটা গত বছরের শেষ নাগাদের সমান।
|