v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-19 19:35:15    
আফ্রিকার ছেলে গোদফ্রেই চীনে আ্যক্রব্যাটিকস শিখছেন

cri
    কিছুদিন থেকে চীনের উ ছাও জেলার আ্যক্রব্যাটিকস স্কুলে আফ্রিকার তবলার ধ্বনি মাঝে মাঝে শোনা যায় । তবলাটি বাজিয়েছেন গোদফ্রেই মওয়াইপুনগু। তাঁর চীনা বন্ধুরা তাঁকে সংক্ষেপে গোদফ্রেই বলে ডাকেন ।তিনি এখন এই স্কুলে আ্যক্রব্যাটিকস শিখছেন , চীনা শিক্ষকদের যত্ন-মমতায় ও সহপাঠীদের সাহায্যে গোদফ্রেই চীনা জীবনে অভ্যস্ত হয়েছেন ।

    পেইচিংয়ের সংগে সংলগ্ন হোপেই প্রদেশের উ ছাও জেলা চীনা আ্যক্রব্যাটিকসের অন্যতম উত্পত্তিস্থল । টানা নয় বছরে সার্থকভাবে আন্তর্জাতিক আ্যক্রব্যাটিকস উত্সব আয়োজনের জন্য উ ছাও জেলা দেশবিদেশে সুনাম অর্জন করেছে । এখন উ ছাও জেলার আ্যক্রব্যাটিকস স্কুলে দেশ বিদেশের ছাত্রছাত্রীরা আ্যক্রব্যাটিকস শিখছেন ।

    জিজ্ঞেস করে জানা গেছে , এশিয়া, ইউরোপ ও আফ্রিকার তিরিশ জনেরও বেশী ছাত্রছাত্রী এই স্কুলে আ্যক্রব্যাটিকস শিখেছেন । প্রশিক্ষণ কক্ষে গিয়ে গোদফ্রেইয়ের দেখা পেলাম আমরা ।তিনি ও অন্য তিন জন ছেলে লাইনে দাঁড়িয়ে " টুপি নিক্ষেপ" চর্চা করছেন । একটির পর একটি টুপি শূণ্যে নিক্ষেপ করে আবার তাঁরা মাথায় পরেন । এই আইটেম চর্চায় তাঁরা বেশ নিপুন হয়েছেন বলে মনে হয় । গোদফ্রেই লম্বা নন , মুখে লেগে আছে নির্মল হাসি । তিনি চীনে এসেছেন মাত্র চার মাস আগে । তবে ভাঙ্গা ভাঙ্গা হান ভাষায় আমাদের সংগে কথা বলতে পেরেছেন ।

    তিনি বলেছেন :আমার নাম গোদফ্রেই,আমার বয়স উনিশ বছর ।আমি চীন ও চীনের অ্যাক্রব্যাটিকস ভালোবাসি ।

    ২০০৪সালের সেপ্টেম্বর মাসের শেষ দিকে গোদফ্রেই সহ আফ্রিকার ১৮ জন ছেলেমেয়ে অ্যাক্রব্যাটিকস শিখতে উ ছিয়াওয়ে আসেন । তাঁদের মধ্যে সবচেয়ে বড় শিক্ষার্থীর বয়স ২০ বছর এবং সবচেয়ে ছোটো শিক্ষার্থীর বয়স মাত্র ১২ বছর ।তাঁরা চীনে একবছর অ্যাক্রব্যাটিকস শিখবেন । এই এক বছরের মধ্যে অনেকগুলো সুন্দর আইটেম আয়ত্ত করে আগামী অক্টোবর মাসে তাঁদের পেইচিংয়ে পরিবেশন করতে হবে । এটা ছাত্রছাত্রী আর শিক্ষকদের পক্ষে নি:সন্দেহে একটি কঠিন কর্তব্য ।

    গোদফ্রেইয়ের শরীরের বৈশিষ্ট্য অনুযায়ী তাঁকে টুপি নিক্ষেপ , সাইকেল চালানো ও শারীরিক কসরত সহ তিন চারটে আইটেম শিখানো হচ্ছে । শিক্ষক ছেন সু জুন সি আর আইয়ের সংবাদদাতাকে জানিয়েছেন , গোদফ্রেই নিষ্ঠার সংগে নানা বিষয়ে শিখছেন । মাঝে মাঝে তিনি নিজেই নির্দ্ধারিত প্রশিক্ষণের সময় বাড়িয়ে দেন । এখন তারঁ কলাকৌশল ক্রমশই পরিণত হয়েছে।

গোদফ্রেই অধ্যবসায়ের সংগে প্রশিক্ষণ নেন , দেহের জোর ও লম্ফের শক্তির দিক দিয়ে তাঁর দ্রুত অগ্রগতি হয়েছে।

    গোদফ্রেই তাঞ্জানিয়ার একটি নৃত্যনাট্য দলের শিল্পী ছিলেন । অ্যাক্রট্যাটিকসের উপরে তাঁর তেমন দখল ছিল না । নানা আইটেমে তাঁর যে উন্নতি হয়েছে তা তাঁর কঠোর পরিশ্রমের সংগে সম্পর্কিত ।

    প্রতিদিন সুর্য উঠতে না উঠতেই তিনি প্রথম প্রশিক্ষণ কক্ষে প্রবেশ করে ঊরুতে জোরে চাপ দেয়া, গড়াগড়ি দেয়া, ঝাপ দেয়া , মাটিতে হাতের উপরে দাঁড়ানোর মত শারীরিক কসরত করতে থাকেন । সপ্তাহান্তে অন্যরা বিশ্রাম করেন , কিন্তু গোদফ্রেই অন্যান্য দিনের মত যথাসময়ে প্রশিক্ষণ নিতে আসেন ।

    বিদেশী ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ কক্ষের পাশে চীনা ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ কক্ষ । প্রতিদিন চীনা ছাত্রছাত্রীদের সঙ্গে তাঁর দেখা হয় । তিনি যে অনেক চীনা বন্ধু পেয়েছেন সু মিন মিন তাঁদের মধ্যে একজন ।

    সুমিন মিন বলেছেন , আমরা ভালো বন্ধু । তিনি যে ক্রীড়া দফা ন চর্চা করছেন তা এখন আমি করতে পারি । তাঁর ভুল হলে সঙ্গে সঙ্গে তাঁকে জানাই আমি । কিভাবে করতে হবে তাও দেখিয়ে দিই । আমি এখন যা শিখছি তিনি তা করতে পারেন না ।তাই ক্লাস শেষ হলে আমাদের প্রশিক্ষণ কক্ষে দেখতে আসেন তিনি ।

চীনা শিক্ষক ও বন্ধুদের সাহায্যে গোদফ্রেই অ্যাক্রবাটিকসের বহুকৌশল আয়ত্ত্ব করেছেন ।

    তিনি বলেছেন ,টুপি নিক্ষেপ সহ অনেক আইটেম মোটামুটি আমার আয়ত্তে এসেছে । প্রশিক্ষণ শেষে দেশে ফিরে আমি একটি অ্যাক্রবাটিকস দল গঠন করব এবং আমার দলের শিল্পীদের নিয়ে আফ্রিকার বিভিন্ন দেশে অনুষ্ঠান পরিবেশন করব ।

    দুপুরের খাওয়া-দাওয়ার সময় এসে পড়ছে ।বিদেশী ছাত্রছাত্রীদের বিশেষ রান্নাঘরের দুজন বাবুর্চি রান্না নিয়ে ব্যস্ত হয়ে উঠলেন । আজ গোদফ্রেই ও অন্য কয়েকজন মুসলমান ছাত্রছাত্রীর জন্য গরুর মাংসের পুর ও তরকারী সহ তিনপদের ব্যঞ্জন তৈরী করা হবে । দৈনন্দিন জীবনে বিদেশী ছাত্রছাত্রীদের দেখাশোনার ভার মাদাম লিউ জি সিয়ার উপরে। তিনি বলেছেন , বিদেশী ছাত্রছাত্রীদের যাতে অসুবিধা না হয় তার জন্য স্কুল কর্তৃপক্ষ চেষ্টার ত্রুটি করে নি । ।

    তিনি বলেছেন ,প্রশিক্ষণ নিতে তাঁদের দেহের প্রচুর শক্তি ব্যয় হয় । তাঁদের সবল সতেজ রাখার জন্য প্রতিবেলায় মাংস সহ তাঁদের সুস্বাদু খাবার খেতে দেয়া হয় । তাঁরা চীনের ঐতিহ্যিক খাবার খেতেও পছন্দ করেন ।

    গোদফ্রেই ও তাঁর সহপাঠীরা শীতের কাপড় নিয়ে আসেন নি । স্কুল কর্তৃপক্ষ তাঁদের জন্য কিনে দিয়েছে সুক্ষ্ম পালক -গাদানো - জ্যাকেট । তাঁরা থাকেন হিটার ব্যবস্থা সম্পন্ন আবাসিক ভবনে । তাঁদের সকলের রুমে আছে টিভি সেট ।

    গোদফ্রেই চীনাভাষায় কথা বলেন , চীনা গান শিখেন এবং চীনা রন্ধনশৈলীতে তৈরী খাবার খেতে খুব পছন্দ করেন ।

    তিনি বলেছেন , আফ্রিকায় আমার চীনা খাবার খাওয়ার সুযোগ হয় নি। চীনা ফাঁপা রুটি , ভাত এবং মাংসের পুর দেয়া নোন্তা স্বাদের পিঠা সবই আমার ভালো লাগে ।

    ২০০৪ সালের ডিসেম্বর মাসে উ ছাও অ্যাক্রবাটিকস স্কুলের ১২জন আফ্রিকান ছাত্রছাত্রী চীনের সাংস্কৃতিক প্রতিনিধি দলের সদস্য হিসেবে ইথিওপিয়ায় অ্যাক্রবাটিকস পরিবেশন করেছেন , চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামে অংশগ্রহণকারী চীনের প্রধান মন্ত্রী ওয়েন জিয়াবাও ও আফ্রিকার তিরিশ জনেরও বেশী রাষ্ট্রপ্রধান তাঁদের চিত্তাকর্ষক অনুষ্ঠান উপভোগ করে তাঁদের ভুয়সী প্রশংসা করেছেন

    সেই অনুষ্ঠান পরিবেশনে অংশ নেয়ার সুযোগ গোদফ্রেইয়ের মিলে নি । তবে তাঁর সহপাঠীদের সাফল্য তাঁকে যথেষ্ট প্রেরণা যুগিয়েছে ।তিনি অদূর ভবিষ্যতে তাঁর জন্মস্থানে ফিরে দেশবাসীদের জন্য অ্যাক্রবাটিকস পরিবেশনের স্বপ্ন দেখছেন ।