v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-19 19:27:43    
১৯ জুলাই

cri
** ১৯৯৬ সালের ১৯ জুলাই ২৬তম ওলিম্পিক গেমসের উদ্বোধন

 ১৯৯৬ সালের ১৯ জুলাই ২৬তম ওলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান স্থানীয় সময় ৮টা ৪৫ মিনিটে মার্কিন জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরের ওলিম্পিক স্টেডিয়ামে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। আধুনিক ওলিম্পিক গেমসের শততম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সেবারকার গেমসে বিশ্বব্যাপী ক্রিড়া জগতের মহা সম্মিলনীর অংশগ্রহণকারী দেশ ও অঞ্চল এবং খেলোয়াড়দের সংখ্যা সবচেয়ে বেশি। সেবারকার ওলিম্পিক গেমসে প্রথম বার সকল আমন্ত্রিত দেশ ও অঞ্চলের উপস্থিত থাকার উদ্দেশ্য বাস্তবায়িত হয়েছে। মোট ১৯৭টি দেশ আর অঞ্চলের দশ হাজারাধিক খেলোয়াড় ওলিম্পিকের পতাকার নিচে সম্মিলিত হয়েছেন।

 সেবারকার ওলিম্পিক গেমস ১৬ দিন চলে, খেলোয়াড়রা ২৬টি বিভাগের প্রতিযোগিতায় মোট ২৭১টি স্বর্ণ পদক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৭৯টি দেশ আর অঞ্চলের প্রতিনিধি দলগুলো প্রতিযোগিতায় পদক অর্জন করেছে। স্বর্ণ পদকের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র (৪৪টি), রাশিয়া (২৬টি), জার্মানী (২০টি) যথাক্রমে প্রথম তিনটি স্থান দখল করেছে। চীনের খেলোয়াড়রা মোট ১৬টি স্বর্ণপদক, ২২টি রোপ্য পদক এবং ১২টি ব্রঞ্জ পদক অর্জন করেছেন।

** ১৯৫৪ সালের ১৯ জুলাই বোইং ৭০৭ এর প্রথম উড্ডয়ন

 

 ১৯৫৪ সালের ১৯ জুলাই ৭২ বছর বয়স্ক প্রকৌশলী উইলিয়াম ই বোইং সিয়াটলে "৮০ পূর্ণবেগে দৌড়ান" নামক বিমানের প্রথম উড্ডয়ন স্বচক্ষে দেখেছেন। এই বিমানের প্রকারের নাম দেয়া হয়েছে ৭০৭। বোইং ৭০৭ বিমান আন্তঃমহাদেশীয় ভ্রমণের জন্য তৈরি, এতে ২১৯ জন যাত্রী বহন করা যায়।

 

** ১৯৯৬ সালের ১৯ জুলাই খারাদজিজ রাজনৈতিক মঞ্চ পরিত্যাগ করেন

    মার্কিন সরকারের বসনিয়া-হের্জেগোভিনা বিষয়ক বিশেষ দূত হলব্রুক ১৯৯৬ সালের ১৯ জুলাই সকালে বেলগ্রেদে ঘোষণা করেছেন, বসনিয়া-হের্জেগোভিনার সার্বীয় নেতা খারাদজিজ যাবতীয় নেতার পদ ত্যাগ করেছেন। এ থেকে প্রতিপন্ন হয়েছে যে, খারাদজিজের রাজনৈতিক ভবিষ্যতের ওপর অবশেষে দাঁড়ি টেনে দেয়া হয়েছে।

    হলব্রুক যুগোস্লাভিয়া ফেডারেশনের সার্বিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচের সঙ্গে দশ ঘন্টা স্থায়ী বৈঠক করার পর এই খবর ঘোষণা করেছেন। তিনি বলেছেন, খারাদজিজ আর সার্বিয়ার অন্য কয়েক জন উর্ধ্বতন কর্মকর্তা এক চুক্তি স্বাক্ষর করেছেন, সাক্ষী হিসেবে মিলোসেভিচ উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী, খারাদজিজকে রাজনৈতিক প্রভাবশালী যাবতীয় পদ পরিহার করতেই হবে, এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সার্বিয় জাতির ক্ষমতাসীন গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যানের পদ। তিনি আর গণ-স্থান এবং বেতার, টেলিভিশন আর অন্য সংবাদ মাধ্যমে আবির্ভূত হবেন না , এবং নির্ধারিত ১৪ই সেপ্টেম্বরের বসনিয়া-হের্জেগোভিনার সাধারণ নির্বাচনে অংশ নেবেন না।