v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-19 16:51:47    
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উদযাপনের নতুন পদ্ধতি

cri
    আগে ছবি তোলা, একসঙ্গে খাওয়ার মত সমাবর্তন উদযাপনের অনেক রকম পদ্ধতি ছিল। কিন্তু এখন চীনের বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উদযাপনের নতুন নতুন পদ্ধতি দেখা দিয়েছে। যেমন ডি ভি, অর্থাত্ ভিডিও রেকর্ডিং পর্যটন ইত্যাদি ইত্যাদি।

    চার বছর তাড়াতাড়ি কেটে গেছে । শিগ্গীরই বিশ্ববিদ্যালয় ত্যাগ করার কথা ভেবে ছাত্রছাত্রীদের মন খারাপ হচ্ছে, অতি পরিচিত বিশ্ববিদ্যালয়ের সুন্দর জীবনের কথা তাদের কাছে ধূসর হয়ে উঠবে। ত্যাগ করার সময়ে প্রত্যেক ছাত্রছাত্রী কিছু কাজ করতে চায়।

    শাংহাই বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের লিচি চলতি বছরের স্নাতক ছাত্র । গ্রেইড ওয়ান থেকে তিনি ভিডিও তোলার কাজে আগ্রহী। চার বছরে তিনি নিজের ও তার সহপাঠীদের জীবনধারা রেকর্ড করেছেন। লিচি বলেছেন, সহপাঠীদের সঙ্গে আমি আমার চার বছরের তোলা ভিডিও দেখেছি। এসব ভিডিও দিয়ে আমি আমাদের চার বছরের জীবনধারা রিকর্ড করেছি। এই সব ভিডিও দেখে কেবল ক্লাসের ছাত্রীরা কেঁদেছে তা নয়, বরং ক্লাসের অনেক ছাত্রদের চোখ থেকে পানি পড়েছে। সবাই পাঁচ বছরের একটি মোহনায় পৌঁছেছে যে, স্নাতক হওয়ার পাঁচ বছর পর, আমরা আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবো, এসব ভিডিও আবার দেখবো। সাম্প্রতিক ক'বছরে, এই ইনস্টিটিউটের অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নানা ধরণের ভিডি্ ফিল্ম তৈরী করেছে। তারা বিভিন্ন ভিডিও প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেছে। লিচি বলেছেন, আমার একটি ফিল্ম শাংহাই শহর পর্যায়ের প্রতিযোগিতায় প্রবেশ করেছে। আমাদের অধিকাংশ ফিল্ম নিজেদের জীবনযাত্রা নিয়ে তোলা।পরে এই ফিল্মগুলো দেখে অবশ্যই মজা লাগবে।

    ফু তান বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা কলেজের সিয়াও ফান তার সহপাঠীদের অকর্ষণীয় দিক ভিডিও দিয়ে রেকর্ড করেছেন। তিনি আমাদের সংবাদদাতাকে বলেছে, আমরা সাধারণত একঘেঁয়ে সংখ্যার বই পড়ি, কিন্তু এই ভিডিও ফিল্ম দেখার সময়ে আমরা সবাই কেঁদে উঠেছি। তিনি বলেছেন, এই চার বছরে আমাদের সবচেয়ে সুন্দর জীবন কেটেছে। যদিও বিশ্ববিদ্যালয় ত্যাগ করা বেদনাদায়ক হলেও সুন্দর ও আন্দময় ভবিষ্যত্ আমাদের হাতছানি দিয়ে ডাকছে।

    শাংহাই শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী উ ইয়িং চিয়ে গত মে মাসে ক্লাসের সহপাঠিদের সঙ্গে ভ্রমণ করেছে। তারা সুন্দর ইয়াং চৌ বেড়াতে গিয়েছে । তাদের পর্যটনের লক্ষ্য হলো ছাড়াছাড়ির সময়ে সহপাঠিদের সঙ্গে এক চমত্কার স্মরণীয় সময় কাটানো।

    ক্লাসের ১৫জন সহপাঠী তার সঙ্গে ভ্রমণে গেছে । উ ইয়িং চিয়ে বলেছে, আমাদের ক্লাসে মোট ৩০জন ছাত্রছাত্রী রয়েছে।১৫জন সহপাঠী আমার ভ্রমণে শামিল হওয়া সহজ কথা নয়। অনেকে চাকরির খোঁজে ব্যস্ত বলে এই ভ্রমণে যেতে পারে নি। অবশ্য কেউ কেউ ইয়াং চৌ যাওয়ার জন্য বিশেষভাবে ছুটি নিয়েছে। উ ইয়িং চিয়ে তাদের মধ্যে একজন।

    আমরা এবারকার পর্যটনকে গুরুত্ব দেই। ইয়াং চৌয়ে তারা তিন রাত এবং দু'দিন কাটিয়েছে। তারা ইয়াং চৌয়ের মনোরম জায়গায় গিয়েছে এবং চমত্কার খাবার খেয়েছে । চার বছরে সহপাঠীদের মৈত্রী তিন দিনে পুরোপুরিই প্রতিফলিত হয়েছে। আগে কিছু ছাত্রছাত্রী অত ঘনিষ্ঠ ছিল না, কিন্তু এবারের পর্যটনের পর তারা ভালো বন্ধু হয়ে উঠেছে। ছবি তোলার সময়ে তাদের সকল মুখে হাসির উজ্জ্বলতা ছিল। তারা আশা করে, এই ভ্রমণের মধ্য দিয়ে বিদায় নেয়ার এক সুন্দর স্মৃতি সংরক্ষণ করা যেতে পারে।

    কোনো কোনো মানুষ বলেছে, ছাড়াছাড়ি হলো আবার দেখার হওয়ার পূর্বাভাস। তাই দুঃখ করার কিছু নেই। আমরা আমাগী দিনের দিকে এগিয়ে যাবো, এটি অনিবার্য। আমাদের নতুন জীবন শুরু হবে।