v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-19 15:41:51    
বানর রাজা সুন উখোং (৩)

cri
    ঐ মুহুর্তে গুরুদেব এসে বললেন , তুমি আর এখানে থেকো না । যেভাবে বিদ্যা জাহির করছো তাতে প্রাণের বিপদ হবে । যেখানে ছিলে এবার ফিরে যাও সেখানেই । তবে যেখানেই যাও , তুমি যে আমার শিষ্য ছিলে তা কক্ষনো কাউকে বলতে পারবেনা ।

    চোখের পানি ফেলতে ফেলতে উখোং বিদায় নিলো। গুরুদেবকে শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞা জানালো উখোং । গুরুভাইদের কাছ থেকেও সে বিদায় নিলো ভারাক্রন্ত মনে ।

    এক ডিগবাজি খেয়ে মাত্র দু ঘন্টার মধ্যে সে পুষ্পফল পর্বতে ফিরে এলো বিশ বছর পর । কি করুন অবস্থা হয়েছে গুহার । অর্ধেক ধ্বসে গেছে । গুহার নাম ফলকটি পড়ে আছে কাত হয়ে । পর্বতের ঘাস ফুল সব থেতলে আছে । বানরেরা বসে বসে কাঁদছে । তাদের অবস্থাও খুব করুন ।

    উখোং গুহার সামনে এসে হাঁক দিলো । অমনি সহস্র বানর বাইরে এসে উখোং-কে দেখে কাঁদতে কাঁদতে বললো , দুই বছর আগে শুই জাং ( দুর্গন্ধ পানি ) গুহা থেকে এক দানব এসে জলপর্দাগুহা দখল করতে চেয়েছিল । তারা প্রাণপণ লড়াই করেছে । ফলে ওরা গুহা দখল নিতে পারেনি । কিন্তু দানব লুঠ করে নিয়ে গেছে এই গুহার সব কিছু । বহু বানর ধরে নিয়ে গেছে । আমরা তো ভয়ে মরমর অবস্থায় বেঁচে আছি ।

    এসব শুনে রেগে আগুন হয়ে গেলো উখোং । এক লাফে মেঘে চড়ে চোখের পলকে সে পৌঁছুলো শুই জাং গুহায় ।

    খুদে দানবের কাছে খবর পেয়ে দানব অনুচরদের নিয়ে বেরিয়ে এলো গুহা থেকে । তার হাতে ছিলো খ এবং বর্ম ।

    শুরু হলো দুইজনের লড়াই । মুহুর্তে দানব চিত্পটাং হয়ে পড়লো । খুদে দানবের সাহায্য করতে চাইলেও পারলোনা । মুহুর্তে মুহুর্তে উধাও হয়ে যেতে লাগলো উখোং । দানব উঠে আবার উখোংকে আক্রমণ করলো । উখোং কয়েকটা লোম ছিঁড়ে তা চিবিয়ে ফুঁ দিলো । অমনি সৃষ্টি হলো দুই তিন শো বানর । তারা একসঙ্গে দানবকে আক্রমণ করলো। দিশেহারা হয়ে পড়লো দানব ।

    সেই সুযোগ দানবের খ কেড়ে নিয়ে এক কোপে দানবকে দুটুকরা করে ফেললো উখোং । খুদে দানবদেরও খতম করলো সে । গা ঝাড়া দিতেই লোমগুলো আবার তার গায়ে ফিরে এলো । এখন তাকে বন্দি বানরদের উদ্ধার করতে হবে । তাদের খোঁজে লেগে গেলো সে । পেয়েও গেলো সাথিদের ।

    বন্দি বানরদের উদ্ধার করে উখোং ফিরে এলো জলপর্দা গুহায় । পুষ্পফল পর্বতে সে কি আনন্দ সেদিন । বানর এর পর তার অনুচরদের সুন পদবি দিলো । অনুচরেরা খুশিতে আটখানা । বিরাট এক ভোজসভার আয়োজন করলো তারা।

    উখোং পুষ্পফল পর্বতে মহা আনন্দে অনুচরদের যুদ্ধ বিদ্যা শিখিয়ে দিন কাটাতে লাগলো । হঠাত্ একদিন উখোং-এর মনে হলো , আবার যদি কোনোদিন কোনো দানব পুষ্পফল পর্বতে আক্রমণ করে ? তাহলে তো প্রচুর অস্ত্র দরকার হবে । উখোং পুবদিকের আওলই রাজ্যে গেলো । এক ঝড় তুলে অন্ধকার করে দিলো সে রাজ্য । তারপর রাজ দরবারে ঢুকে পড়লো । একগাদা লোম তুলে তাতে ফুঁ দিয়ে হাজার হাজার বানর তৈরি করলো । রাজার ভান্ডার শুন্য করে তারা সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে ফিরে এলো পুষ্পফল পর্বতে । আর কোনো চিন্তা নেই । প্রচুর অস্ত্র এখন তাদের হাতে । বানরেরা ক্রমে অস্ত্র বিদ্যা এবং যুদ্ধে এতো পারদর্শি হলো যে দৈত্য দানব রাক্ষস সবাই এসে বানর রাজ তথা সুন উখোং-এর বশ্যতা স্বিকার করলো ।

    পুষ্পফল পর্বতের উপর উড়লো রঙ্গিন পর্দা । সারাদিন সেখানে শোনা যেতে লাগলো অস্ত্রের ঝন ঝনানি আর ঢাকের আওয়াজ । কিন্তু তবুও বিপদ হলো উখোং-এর ।