১৮ তারিখে উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির মুখপত্র"রোদোং সিনমুনের " প্রকাশিত একটি ভাষ্যে জোর দিয়ে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে পারস্পরিক আস্থা প্রতিষ্ঠা করলেই , কেবল কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছয় পক্ষীয় বৈঠকে অগ্রগতি অর্জন করা যাবে । পারমাণবিক পরিকল্পনা বর্জনের একতরফা দাবি শুধু পারমাণবিক সংকট তীব্রতর করবে ।
ভাষ্যে বলা হয়েছে , কোরিয়া উপদ্বীপের পারমাণবিক অস্ত্র-মুক্তকরণ বাস্তবায়নের জন্যে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সহাবস্থানের ভিত্তিতে পারস্পরিক আস্থা প্রতিষ্ঠা করা উচিত । যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে নিরস্ত্র করতে এবং উত্তর কোরিয়ার সমাজতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করতে অপচেষ্টা করলে , নতুন দফা বৈঠক অবাধ ও ন্যায়বিচারমূলকভাবে অনুষ্ঠিত হওয়া অসম্ভব এবং কোন ফল অর্জন করা যাবে না ।
ভাষ্যে জোর দিয়ে বলা হয়েছে , উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের উত্থাপিত একপক্ষীয় পারমাণবিক পরিকল্পনা বর্জনের দাবি গ্রহণ করবে না । যদি যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার প্রতি একপক্ষীয় পারমাণবিক পরিকল্পনা বর্জনের দাবি জানায়, তাহলে পারমাণবিক সংকট আরো তীব্রতরহবে ।
এর সঙ্গে সঙ্গে ভাষ্যটিতে আরো বলা হয়েছে যে, উত্তর কোরিয়া সর্বশক্তিতে প্রচেষ্টা চালিয়ে নতুন দফা ছয় পক্ষীয় বৈঠকে অগ্রগতিঅর্জন করবে এবং এর জন্যে বাস্তব প্রস্তুতি নিচ্ছে ।
|