১৯ জুলাই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন, ছ-পক্ষীয় বৈঠকের সময়সূচী এখনো স্থির হয়নি।
এর আগে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে যে, ২৬ জুলাই ছ-পক্ষীয় বৈঠক শুরু হবে। কিন্তু দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ১৮ জুলাই সন্ধ্যায় বলেছেন, তাদের এই খবর সঠিক নয়। কোরীয় উপদ্বীপ পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছ-পক্ষীয় বৈঠকের বিভিন্ন পক্ষ এখনো সময়সূচী নিয়ে আলোচনা করছে, সম্ভবত তা দুয়েক দিনের মধ্যে স্থির হবে। এই কর্মকর্তা বলেছেন, বৈঠক আগামী সপ্তাহের আগে আয়োজিত হবে। বিভিন্ন পক্ষ বৈঠক যথাশীঘ্রই শুরু হবার আশা প্রকাশ করেছে।
দক্ষিণ কোরিয়ার অন্য খবরে জানা গেছে, ছ-পক্ষীয় বৈঠকের বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষ বাস্তব অগ্রগতি অর্জন করার জন্য বৈঠকের পদ্ধতি ও সময়সীমা পরিবর্তন করার সম্ভাবনা বিবেচনা করছে। সাফল্য অর্জন করার জন্য বিভিন্ন পক্ষ এখন একটি বৈঠককে "চূড়ান্ত ফলাফল" পাওয়া পর্যন্ত চালানোর প্রস্তাব বিবেচনা করছে।
|