ইরানের সর্বোচ্চ নেতা সেয়েদ আলি খামেনেই ১৮ জুলাই পূর্ব ইরানের মাশহাদ শহরে সফররত ইরাকের অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, ইরাকের স্বাধীনতা ও একীকরণকে ইরান দৃঢ়ভাবে সমর্থন করে।
সেয়েদ আল খামেনেই বলেছেন, ইরান এবং ইরাক আন্তরিক ভাই দেশ। ইরাক একটি স্বাধীন, সমৃদ্ধ এবং স্থিতিশীল দেশ হওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করার ওপর ইরান খুব গুরুত্ব দেয়। তিনি শিয়া সম্প্রদায় ও স্যুনি সম্প্রদায়ের মধ্যে ঐক্য নষ্ট করতে বাধা দেওয়ার জন্য ইরাকী জনগণের উদ্দেশ্যে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।
ইব্রাহিম আল-জাফারি ১৬ জুলাই তেহরানে পৌঁছে তিনদিনব্যাপী ইরান সফর শুরু করেছেন। ইরান-ইরাক যুদ্ধ ঘটার পর এটি দু'দেশের সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক আদান-প্রদান।
একই দিন, মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র সিন মেকোর্মাক ওয়াশিংটনে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান-ইরাক সম্পর্ক উন্নতি সমর্থন করে এবং সঙ্গে সঙ্গে অন্য দেশের সঙ্গে ইরাকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নেও উত্সাহ দেয়।
|