ইরাকের পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী বারহাম সালিহ ১৮ জুলাই আম্মানে বলেছেন, আন্তর্জাতিক সমাজের অংশগ্রহণ বাড়ালে এবং যৌথ প্রচেষ্টা চালালেই কেবল ইরাকের পুনর্গঠন কাজ সফল হতে পারে।
একই দিন আম্মানে অনুষ্ঠিত ইরাকের পুনর্গঠনে আন্তর্জাতিক সমাজের সাহায্য ও চাঁদা সংগ্রহ সম্মেলনের চতুর্থ অধিবেশনে ভাষণ দেওয়ার সময়ে সালিহ জোর দিয়ে বলেছেন, ইরাক সরকারের উচিত পুনর্গঠনের প্রক্রিয়ায় প্রধান ভূমিকা পালন করা। তিনি আন্তর্জাতিক সমাজের উদ্দেশ্যে ২০০৩ সালের অক্টোবরে মাদ্রিদ অধিবেশনে দেওয়া প্রতিশ্রুতি পালন করা এবং ইরাকের কাছে প্রকল্পের সাহায্য ও সামগ্রি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইরাকের অর্থমন্ত্রী আল-আলাভি ভাষণে বলেছেন, ইরাক সরকারের মুখোমুখী কঠোর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আন্তর্জাতিক সমাজের প্রবল সমর্থনদরকার। বর্তমানে ইরাকের অর্থনীতপ্রধানতঃ বিদেশী সাহায্যের ওপর নির্ভর করে, যাতে দেশের বেকারত্ব কমানো যায়।
একই দিন আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ইসলামি উন্নয়ন ব্যাংক, ই-ইউ,অস্ট্রেলিয়া, ইতালি এবং ডেন্মার্কের প্রতিনিধিরা আলাদা আলাদাভাবে ইরাকের কাছে বিভিন্ন পদ্ধতিতে আর্থ-সাহায্য দেওয়ার কথা ব্যক্ত করেছেন।
|