হামাসের নেতা ১৮ জুলাই গাজায় অনুষ্ঠিত একটি গণসমাবেশে আবার ঘোষণা করে বলেছেন যে, ইস্রাইলের সঙ্গে যে অস্থায়ী যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষর করেছে, তা হামাস অব্যাহতভাবে পালন করবে, কিন্তু ইস্রাইলের আগ্রসন প্রতিরোধের অধিকারও বজায় রাখবে।
এ নেতা বলেছেন, যুদ্ধবিরতি হলো দু'পক্ষের ব্যাপার। ইস্রাইল ফিলিস্তিনীদের ওপর আক্রমন করলে ফিলিস্তিনের নানা সশস্ত্র শক্তির জবাব দেওয়ার অধিকার থাকবে।
অন্য খবরে জানা গেছে, একতরফা তত্পরতার বিরোধিতাকারী ইস্রাইলী বিক্ষোভকারীরা দক্ষিণ নেটিভোট শহরে বিরাট প্রতিবাদ তত্পরতা আয়োজিত করেছেন। প্রায় ২৫ হাজার লোক এ তত্পরতায় অংশগ্রহণ করেছেন। এ তত্পরতা ২০ জুলাই পর্যন্ত চলবে বলে এ তত্পরতার সংগঠক জানিয়েছেন।
|