তিন দিন ব্যাপী আফ্রিকান-মার্কিন আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ফোরাম১৮ তারিখে সেনেগালের রাজধানি ডাকারে উদ্বোধন হয়েছে।
এবারকার ফোরামে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লীস্টনের ২০০০ সালে স্বাক্ষারিত " আফ্রিকার বৃদ্ধি ও সুযোগ আইনের " বাস্তবায়নের অবস্থা নিয়ে আলোচনা হবে এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতা আরো বাতিল করা, ব্যক্তিমালিকানা ব্যবস্থা উন্নয়নে উত্সাহ দেওয়া, সাহারার দক্ষিণাঞ্চলের আফ্রিকান গুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে রপ্তানি বাড়াতে উত্সাহ দেওয়া ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে।
যুক্তরাষ্ট্র এবং সাহারার দক্ষিণাঞ্চলের ৩০টি আফ্রিকান দেশের ১০০ জনেরও বেশি সরকারী কর্মকর্তা ও বিশেষজ্ঞ এই ফোরামে উপস্থিত ছিলেন।
|