v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International Thursday Apr 10th   2025 
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-18 21:11:18    
১৮ জুলাই

cri
১৪৩৩ সালের ১৮ জুলাই চাং হো সপ্তম আটল্যান্ডিক মহাসাগর ভ্রমণ করে পেইজিংয়ে ফিরে এসেছেন।

চাং হো সাত বার আটল্যান্ডিক মহাসাগরে ভ্রমণ করেছেন, মোট ২৮ বছর সময় লেগেছে, ত্রিশাধিক দেশ এবং অঞ্চল পার করেছেন, সবচেয়ে দূরে পৌঁছেছেন আফ্রিকার পূর্ব উপকূলে এবং লোহিত সাগরের উপকূলে । তাঁর ভ্রমণের বিশালাকার, সময়ের দীর্ঘস্থায়ী বিশ্ব নৌযাত্রা ইতিহাসে এক অতুলনীয় দুঃসাহসিক কার্যে পরিণত হয়েছে।

১৯৭১ সালের ১৮ জুলাই চীনের চিকিত্সকরা এবং বিজ্ঞানীরা সাফল্যের সঙ্গে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন অবেদনিক প্রযুক্তি --- আকুপাংচার অবেদনিক আবিষ্কার করেছেন ।

১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার জন্ম

১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার ?? এক সম্প্রদায়ের বংশপ্রধানের পরিবারে নেলসন ম্যান্ডেলার জন্ম। তিনি পর পর ?? বিশ্ববিদ্যালয় এবং ?? বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। ১৯৪৪ সালে তিনি দক্ষিণ আফ্রিকান জাতীয় কংগ্রেসে যোগদান করেন, আফ্রিকান জাতীয় কংগ্রেসের যুব ফেডারেশন প্রতিষ্ঠার কাজে অংশ নিয়েছেন, পর পর যুব ফেডারেশনের জাতীয় সম্পাদক এবং প্রেসিডেন্ট নিযুক্ত ছিলেন। ১৯৫২ সালে তিনি আফ্রিকান জাতীয় কংগ্রেসের জাতীয় ভাইস-চেয়ারম্যান নিযুক্ত হন, একাধিক বার তাঁকে গ্রেফতার করা হয়েছে। ১৯৬১ সালে ম্যান্ডেলা আফ্রিকান জাতীয় কংগ্রেসের সামরিক সংস্থা "জাতীয় বর্শা" প্রতিষ্ঠার কাজে অংশ নিয়েছেন, এর জন্য গোপনে সশস্ত্র সংগ্রাম করেছেন। ১৯৬২ সালের আগস্ট মাসে তিনি আরেকবার গ্রেফতার হয়েছেন, ১৯৬৪ সালের জুন মাসে তাঁকে যাবজ জীবন কারাদন্ড দেয়া হয়েছে। ১৯৯০ সালের ফেব্রুয়ারী মাসে মুক্তি পাওয়ার পর তিনি আফ্রিকান জাতীয় কংগ্রেসের ভাইস-চেয়ারম্যান, চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৪ সালের মে মাসে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম নিগ্রো প্রেসিডেন্ট হন। ১৯৯৭ সালের ডিসেম্বর মাসে তিনি আফ্রিকার জাতীয় কংগ্রেসের চেয়ারম্যানের পদ ত্যাগ করেন এবং ১৯৯৯ সালের জুন মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন।

ম্যান্ডেলা চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নের গুরুত্ব দেন, বহু বার চীন সফর করেছেন।

১৯৬২ সালের ১৮ জুলাই পেরুর বাহিনীর নেতৃবৃন্দ সরকারকে উত্খাত করেছেন ।

যুক্তরাষ্ট্র তখন থেকে পেরুকে দেয়া সামরিক সাহায্য বন্ধ করেছে।

১৮৯৮ সালের ১৮ জুলাই বিজ্ঞানী ম্যাডাম চুরি এবং তাঁর স্বামী পলোনিয়াম আবিষ্কার করেন

পোল্যান্ড বংশোদ্ভোত ফরাসী বিজ্ঞানী মারি চুরি এবং তাঁর স্বামী ফরাসী বিজ্ঞানী পিয়ারে চুরি ঘোষণা করেন , তাঁরা এক নতুন বিকিরণ পদার্থ আবিষ্কার করেছেন। ম্যাডাম চুরির স্বদেশ পোল্যান্ডের স্মরণে এই বিকিরণ পদার্থকে নাম দিয়েছেন পলোনিয়াম। পলোনিয়ামের বিকিরণ ইউরেনিয়ামের চেয়ে চার শ গুণ বেশি।

১৯৮৪ সালের ১৮ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যারিফোনিয়ায় গুলি খুন মামলা ঘটেছে

যুক্তরাষ্ট্রের ক্যারিফোনিয়া রাজ্যের এক নগরে ?? নামে একজন পুরুষ এক ফাস্টফুড্ দোকানে বলপূর্বক প্রবেশ করে নিরপরাধ জনসাধারণের কাছে গুলি করেছে, এতে ২১ জন নিহত, ১৫ জন আহত হয়েছেন। মার্কিন ইতিহাসে খুন মামলার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

১৯৮০ সালের ১৮ জুলাই ভারত সাফল্যের সঙ্গে কৃত্রিম পৃথিবীর উপগ্রহ নিক্ষেপ করেছে ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China