v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-18 20:46:46    
১১--১৮ জুলাই,২০০৫

cri

মা ইন চিও চীনের গুওমিনডাং পাটির চেয়ারম্যান নির্বাচিত হন

তেইওয়ানের সংবাদমাধ্যমগুলোর খবরে প্রকাশ, ১৬ তারিখ সন্ধ্যায় আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে চীনের গুওমিনডাং পাটির কেন্দ্র কমিটি ঘোষণা করেছে, ১৬ জুলাই অনুষ্ঠিত চীনের গুওমিনডাং পাটির চেয়ারম্যান পদের নির্বাচনে এই পাটির বর্তমান ভাইস-চেয়ারম্যান মা ইন চিও আরেক জন প্রার্থী, এই পাটির বর্তমান ভাইস-চেয়ারম্যান হুয়াং চিন পিনকে পরাজিত করে গুওমিনডাং পাটির নতুন মায়েদের পাটির চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনে বিজয়ী মা ইন চিও বলেছেন, চেয়ারম্যান হবার পর তাঁর উদ্দেশ্য হলো গুওমিনডাং পাটির জন্য অনুকূল শর্ত সৃষ্টি করা, যাতে গুওমিনডাং পাটি একটি সত আর প্রতিদ্বন্দ্বিতাসম্পন্ন রাজনৈতিক পাটি হতে পারে।

চীনের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পদক হু চিন থাও ১৭ তারিখে মা ইন চিওএর কাছে একটি অভিনন্দন বাণি পাঠিয়েছেন। অভিনন্দন-বাণিতে হু চিন থাও বলেছেন, তিনি আন্তরিকভাবে প্রত্যাশা করছেন যে, তেইওয়ান প্রণালীর দুই পারের সম্পর্কের শান্তিপূর্ণ আর স্থিতিশীলভাবে বিকাশিত হবে। চীনা জাতির সুন্দর ভবিষ্যত সৃস্টির জন্য দুই পাটি তেইওয়ান প্রণালীর দুই পারের স্বদেশীয়দের সঙ্গে একত্রে প্রচেষ্টা চালাবে।

মূল ভূভাগেসিন পার্টির সফরের উপর মন্তব্য

চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির তাইওয়ান বিষয়ক কার্যালয়ের একজন কর্মকর্তা ১৩ জুলাই পেইচিংয়ে সাংবাদিকদের জানিয়েছেন , চীনা জনগণের জাপানী আগ্রাসন বিরোধী যুদ্ধে বিজয় লাভের ষাটতম বার্ষিকী উপলক্ষে তাইওয়ানের সিন পার্টির প্রতিনিধি দল মূল ভূভাগে সফর করেছে। সফরকালে প্রতিনিধি দল রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও ভূভাগীয় অখন্ডতা রক্ষা করা এবং স্বাধীন তাইওয়ান প্রয়াসের বিরোধিতা করার যে দৃঢ় সংকল্প প্রকাশ করেছে তা দুপারের জনসাধারণের সমর্থন পেয়েছে ।

এই কর্মকর্তা আরো বলেছেন , প্রতিনিধি দলের নেতা বলেছেন , ১৯৯৩ সালে সিন পার্টি প্রতিষ্ঠিত হওয়র পর থেকে একচীন নীতি অনুসরণ করেছে এবং শান্তিমূলক উপায়ে দুপারের একীকরণ বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছেন ।তিনি দুপারের বেসরকারী আদান প্রদান ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং দুপারের জনসাধারণের স্বার্থ রক্ষা সম্পর্কে অনেক গঠনমূলক প্রস্তাবও দিয়েছেন ।

চীনের উন্নয়ন সম্বন্ধে বারোসোর মন্তব্য

সাংহাই সফররত ইউরোপীয় ইউনিয়ান কমিটির চেয়ারম্যান বারোসো ১৬ জুলাই বলেছেন, সারা বিশ্বের পক্ষে চীনের উত্থান আর উন্নয়নকে সুযোগ হিসেবে গণ্য করা উচিত , হুমকি নয়। সাংহাইএর হুয়াংপু নদীর পূর্ব তীরে অবস্থিত চীন-ইউরোপ আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য ইনস্টিটিউটে ভাষণ দেয়ার সময় বারোসো বলেছেন, ১৯৭৮ সালের পর থেকে চীনের অর্থনীতি দ্রুত বেগে বিকশিত হয়েছে । সারা বিশ্বই চীনের উত্থান লক্ষ্য করেছে এবং চীনের উন্নয়ন থেকে সৃস্ট প্রভাব অনুভব করছে। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ান চীনের উন্নয়নের জন্য অবদান রাখতে চায়। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ানের অনেক শিল্প-প্রতিষ্ঠান চীনে পুঁজি বিনিয়োগ করছে। ইউরোপীয় ইউনিয়ান আশা করে, যোগাযোগ আর সংলাপের মাধ্যমে দু পক্ষের সমস্যাসমূহের সমাধান করা হবে। কিছু দিন আগে দু পক্ষের মধ্যে বস্ত্রপণ্য চুক্তিস্বাক্ষরিত হয়েছে। ১৭ জুলাই বিকালে ম্যাকাও সফরের উদ্দেশ্যে বারোসো বিশেষ বিমানে সাংহাই ত্যাগ করেছেন। চীন সরকারের আমন্ত্রণে তিনি গত ১৪ জুলাই পেইচিং পৌঁছে তাঁর চীন সফর শুরু করেছেন।

এ মাসের শেষ দিকে আগামী দফা ছ-পক্ষীয় বৈঠক

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও ১৪ জুলাই পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত তথ্য-জ্ঞাপন সভায় বলেছেন, আগামী দফা ছ-পক্ষীয় বৈঠক জুলাই মাসের শেষ দিকে পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। বর্তমানে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ বৈঠকের সময়সূচি ও আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করছে।

লিউ চিয়েন ছাও বলেছেন, ছ-পক্ষীয় বৈঠক পুনরুদ্ধারের জন্য চীন উত্তর কোরিয়া-সহ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে অনেকবার আদানপ্রদান ও আলোচনা করেছে এবং নানা বিষয়ে একমত হয়েছে। বিভিন্ন পক্ষের বাস্তব ও আন্তরিকতার সুফল হিসেবে এই বৈঠক কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যার সমাধান ত্বরান্বিত করবে বলে আশা করা যায়।

চীনের কমিউনিস্ট পার্টি ভারতের রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোরালো সহযোগিতা চায়

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য উ কুয়ান জেং ১৩ জুলাই পেইচিংয়ে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন , এই পার্টি সহ ভারতের বিভিন্ন প্রধান পার্টির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টি বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান ও সহযোগিতা করতে ইচ্ছুক , যাতে চীন-ভারত সম্পর্কোন্নয়নেনতুন অবদান রাখা যায় ।

উ কুয়ান জেন বলেছেন , চীন ও ভারতের রাজনৈতিক দলগুলো যে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ যোগাযোগ বজায় রেখেছে , তা চীন-ভারত সম্পর্ক জোরদারে সক্রিয় ভূমিকা পালন করেছে ।

ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রকাশ কারাত বলেছেন , চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে ঐতিহাসিক মৈত্রীর ওপর তাঁর পার্টি গুরুত্ব দেয় । বিশ্বের বৃহত্তম দু'টি উন্নয়নশীল দেশ হিসেবে চীন ও ভারতের মধ্যে রণনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক স্থাপন এবং প্রসার শুধু দু'দেশের জন্যেই নয় , এশিয়া এবং সারা বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্যেও সহায়ক , এটি বিশ্বের বহুমেরুকরণের জন্যও সহায়ক হবে

চীনের প্রধান মুসারাফের কাছে তারবার্তা পাঠিয়েছেন।

১৩ জুলাই ভোরবেলায় পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটি রেল-স্টেশনে তিনটি রেলগাড়ীর মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়েছে, তাতে কম পক্ষে ১২০জন নিহত আর শতাধিক আহত হয়েছে।

পাকিস্তানের সিন্ধু প্রদেশে সংঘটিত তিনটি রেলগাড়ীর মুখোমুখি সংঘর্ষে জান মালের বিপুল ক্ষয়ক্ষতির জন্য সমবেদনা জানিয়ে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১৩ জুলাই পাকিস্তানের প্রেসিডেন্ট মুসারাফের কাছে তারবার্তা পাঠিয়েছেন। তিনি চীনের জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট মুসারাফের কাছে এবং তাঁর মাধ্যমে আহত এবং নিহতদের আত্মীয়স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। এবং প্রানহানি হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন।

একই দিনে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও পাকিস্তানের প্রধানমন্ত্রী আজিজের কাছে তারবার্তা পাঠিয়েছেন। তিনি চীন সরকারের পক্ষ থেকে হতাহতদের আত্মীয়স্বজনের কাছে আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং মূল্যবান জীবনাবসানের জন্যে গভীর শোক প্রকাশ করেছেন।

ভারত ও পাকিস্তান প্রাকৃতিক গ্যাস পাইপ প্রকল্পে একমত

১৩ জুলাই নয়া দিল্লীতে আয়োজিত ইরান থেকে পাকিস্তান হয়ে ভারত পর্যন্ত প্রাকৃতিক গ্যাস পাইপ নির্মানকাজ সম্বন্ধে প্রথম কার্যক্রম অধিবেশন সমাপ্ত হয়েছে। ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা এই প্রকল্প নিয়ে ব্যাপক ঐক্যমত অর্জন করেছে এবং যুক্ত বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে ভারত ও পাকিস্তান দু'পক্ষই উপদেষ্টা নির্ধারিত করে প্রকল্পের প্রযুক্তি, অর্থ, বাণিজ্য ও আইন সংক্রান্ত সমস্যা নিয়ে মতামত পেশ করতে একমত হয়েছে। ভারত-পাকিস্তান, ভারত-ইরান ও পাকিস্তান-ইরান দ্বিপাক্ষিক ভিত্তিতে ভারত, পাকিস্তান ও ইরান তিন পক্ষ মিলিত পরামর্শের পর্যায়ে পৌঁছুবে। অবশেষে তিন পক্ষই এই প্রকল্প নিয়ে কাঠামো-চুক্তি স্বাক্ষর করবে। জানা গেছে, ভারত-পাকিস্তান দ্বিতীয় অধিবেশন আগষ্ট মাসে পাকিস্তানে আয়োজিত হবে।

নেপালের রাজকীয় সরকারে রদবদল

নেপালের রাজা জ্ঞানেন্দ্র্র ১৪ জুলাই সন্ধ্যায় তাঁর নেতৃতাধীন সরকারে রদবদলের ঘোষণা দিয়েছেন । নতুন মন্ত্রী সভার সদস্যদের সংখ্যা আগের ১২ থেকে ২৪-এ বাড়ানো হয়েছে ।

রাজার সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , নতুন সরকারে দু'জন মন্ত্রী সভার ভাইস চেয়ারম্যান , ১৪ জন মন্ত্রী ও ৮ জন সহকারী মন্ত্রী আছেন , তাদের মধ্যে ৪ জন মন্ত্রী ও ৮ জন সহকারী মন্ত্রী নতুন ।

উল্লেখ্য , গত পয়লা ফেব্রুয়ারী জ্ঞানেন্দ্র আগেকার সরকারকে বরখাস্ত করে নিজেই নতুন সরকারের নেতৃত্ব দিচ্ছেন ।

শ্রীলংকারের জলোচ্ছাস-উত্তর ব্যবস্থাপনা চুক্তির স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

শ্রীলংকার সুপ্রিম কোর্ট ১৫ জুলাই শ্রীলংকা সরকার ও টাইগার সংস্থার স্বাক্ষরিত জলোচ্ছাস-উত্তর ব্যবস্থাপনা চুক্তির কয়েকটি ধারার কার্যকরীকরণ স্থগিত রাখার আদেশ দিয়েছে।

এই আদেশে বলা হয়েছে , ২৪ জুন স্বাক্ষরিত সেই চুক্তির চারটি ধারা আইন লংঘন করেছে। আগামী ১২ সেপ্টেম্বর শুনানি আয়োজনের আগে এই চারটি ধারা কার্যকরী করা যাবে না ।

উল্লেখ করা যেতে পারে যে , জলোচ্ছাস-উত্তর পূনর্গঠন ত্বরান্বিত করা এবং নতুন শান্তি-আলোচনার ভিত্তি স্থাপনের জন্য শ্রীলংকা সরকার ও টাইগার সংস্থা জলোচ্ছাস-উত্তর ব্যবস্থাপনা চুক্তি স্বাক্ষর করেছিল ।

ভারতের রেড ক্রস সোসাইটির কাছে চীনের চাঁদা দান

ভারতস্থ চীনা রাষ্ট্রদূত সুন ইয়ু শি ১৫ জুলাই নয়াদিল্লীতে ভারতের স্বাস্থ্য মন্ত্রী, ভারতের রেড ক্রস সোসাইটির চেয়ারম্যান লামদোসের কাছে ভারত মহাসাগরের সুনামি-উত্তরপুনর্গঠনকাজের সাহায্যে চীনের রেড ক্রস সোসাইটির দেয়া ২ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার চাঁদা হস্তান্তর করেছেন।

সুন ইয়ু শি বলেছেন, চীন ও ভারত দুটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। ভারতের দক্ষিণাংশে সুনামি দুর্ঘটনা ঘটার পর চীনের সরকার এবং জনগণ বরাবরই দুর্গত এলাকার জনগণের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে, এবং বর্তমান সেখানকার পুনর্গঠন কাজের অগ্রগতির অবস্থার উপর বিশেষ মনোযোগ রাখছে।

লামদোস ভারত সরকারের পক্ষ থেকে চীনের সরকার এবং জনগণের সমর্থন আর সাহায্যের কৃতজ্ঞতা জানিয়েছেন, এবং সুন ইয়ু শির কাছে দুর্গত এলাকার পুনর্গঠন কাজের অবস্থা ব্যাখ্যা করেছেন। তিনি সুন ইয়ু শির মাধ্যমে চীনের রেড ক্রস সোসাইটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আন্নান : জাতি সংঘের শুধু আংশিক সংস্কারের ওপর মনোযোগ দিলেই চলে না

জাতি সংঘের মহা সচিব কোফি আন্নান ১৩ জুলাই নিউইয়র্কস্থ জাতি সংঘ সদর দপ্তরে সংবাদ মাধ্যমকে বলেছেন , শুধু জাতি সংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশের সংখ্যা বাড়ানোর ওপরই বিভিন্ন দেশের মনোযোগ দেয়া যথেষ্ট নয় , জাতি সংঘের অন্যান্য ক্ষেত্রের সংস্কারের ওপরও নজর রাখতে হবে ।

আন্নান বলেছেন , তিনি বরাবরই জোর দিয়ে বলেন যে , জাতি সংঘ সংস্কারের একটি গুচ্ছ পরিকল্পনার সব বিষয়ই খুব গুরুত্বপূর্ণ । তবে বর্তমানে বিভিন্ন দেশ শুধু আংশিক বিষয়ের ওপর মনোযোগ দিচ্ছে । তিনি আবারও বিভিন্ন দেশের কাছে মনোযোগ দিয়ে সংস্কারের সমস্যা সমাধান করার প্রস্তাব দিয়েছেন ।

আন্নান বলেছেন , তিনি লক্ষ্য করেছেন যে ৫৯ তম জাতি সংঘ সম্মেলনের প্রথম দুই দিনে তুমুল তর্কবির্তক হয়েছে , তবে তিনি মনে করেন তর্কবিতর্ক হলেও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য বাড়ানোর

ব্রিটিশ পুলিশের স্বীকারুক্তিঃ লন্ডণ বিস্ফোরণ আত্মঘাতী ঘটনা

লন্ডণ পুলিশ ১৪ জুলাই স্বীকার করেছে যে, গত সপ্তাহে লন্ডনে সংঘটিত সন্ত্রাসী বিস্ফোরণ হলো আত্মঘাতী ঘটনা। এবং তা পশ্চিম ইউরোপে সংঘটিত প্রথম আত্মঘাতী বিস্ফোরণ বলা যায়।

সঙ্গে সঙ্গে পুলিশ পক্ষ ২ জন সন্দেহজনক পুরুষের পরিচয় সনাক্ত করেছে। জানা গেছে, এ দু'জন পুরুষের মধ্যে ২২ বছর বয়স্ক শাজাদ তানভীর লিভারপুল সাবওয়েই স্টেশনে এবং ১৮ বছর বয়স্ক হাসিব হুসেন ডাবল-ডেকার পাবলিক বাসে সন্ত্রাসী হামলা চালিয়েছে। এর আগে লন্ডন পুলিশ চারজন সন্দেহজনক ব্যক্তি ওই ঘটনায় অংশ নেয় বলে জানিয়েছিলো।

ব্রিটেনের সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, লন্ডন পুলিশ এখন পঞ্চম সন্দেহজনক ব্যক্তিকে খুঁজছে।

লুকসেমবার্গের সংখ্যাগরিষ্ঠ জনগণ ই'ইউ সংবিধান চুক্তি সমর্থন করেছে

১০ জুলাই লুকসেমবার্গ ইউরোপীয় ইউনিয়ন সংবিধান চুক্তি অনুমোদন করবে কি না এই সম্পর্কে গণ ভোট অনুষ্ঠান করেছে। লুকসেমবার্গের সংখ্যাগরিষ্ঠ জনগণ ইউরোপীয় ইউনিয়ন সংবিধান চুক্তি সমর্থন করেছে। লুকসেমবার্গের প্রধানমন্ত্রী জুনকের ১০ জুলাই টেলিভিশন মাধ্যমে বলেছেন, তিনি একইদিনে অনুষ্ঠিত গণ ভোটের ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন।এই ফলাফল স্পষ্টভাবে প্রমাণিত করেছে যে, এই চুক্তি মৃত নয়।

ফ্রান্স ও নেদারল্যান্ডস ইউরোপীয় ইউনিয়ন সংবিধান চুক্তি নাকচ করার পর লুকসেমবার্গই হলো এই চুক্তি নিয়ে গণ ভোট আয়োজনের প্রথম ই'ইউ সদস্য দেশ।