১৮ জুলাই ইউরোপীয় ইউনিয়ন কমিটির চেয়ারম্যান বারোসো ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান হো হৌহুয়ার সঙ্গে দেখা করেছেন । সাক্ষাতকালেচেয়ারম্যান বারোসো অর্থনৈতিক বিকাশে ম্যাকাওয়ের অর্জিত সাফল্যের ভুয়সী প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে , ইউরোপ ও চীনের সহযোগিতায় ম্যাকাও সেতুর ভুমিকা পালন করবে ।
সাক্ষাতকালে ম্যাকাওয়ের বিশ্ব উত্তরাধিকার সম্পদেরতালিকাভুক্ত হওয়ায় বারোসো হো হৌহুয়াকে অভিনন্দন জানিয়েছেন এবং সাংস্কৃতিক সম্পদ রক্ষার ক্ষেত্রে ম্যাকাওয়ের প্রচেষ্টার প্রশংসা করেছেন । তার বর্তমান চীন সফর সম্বন্ধে বারোসো বলেছেন , চীনের নেতৃবৃন্দের সঙ্গে দেখা-সাক্ষাত ইউরোপ ও চীনের সহযোগিতা বৃদ্ধিতে সুগভীর তাত্পর্যসম্পন্ন ।
উল্লেখ্য যে , বারোসো ১৭ জুলাই ম্যাকাও পৌছে ম্যাকাওয়ের পতুর্গীজ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করেছেন । ১৮ জুলাই তিনি ম্যাকাও থেকে হংকং গিয়েছেন ।
|