চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের আমন্ত্রণে ভিয়েত্নামের প্রেসিডেন্ট ত্রান দুক লুং ১৮ জুলাই সকালে পেইচিংয়ে এসে তাঁর পাঁচ-দিন ব্যাপী চীন সফর শুরু করেছেন।
সফরকালে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও, জাতীয় গণ কংগ্রেসের স্টেন্ডিং কমিটির সদস্য উ পাং কুও, প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও, গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিন প্রমুখ ত্রান দুক লুংয়ের সঙ্গে সাক্ষাত করবেন। দু'পক্ষ চীন-ভিয়েত্নাম সম্পর্ক গভীরতর করা, পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা ও অভিন্ন স্বার্থ জড়িত আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে মত বিনিময় করবে, এবং ধারাবাহিক আর্থ-বাণিজিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করবে। পেইচিং ছাড়া, ত্রান দুক লুং কুয়াং চৌ, শেন চেন ও নান নিং সফর করবেন।
ত্রান দুক লুং ১৯৯৫ সালের নভেম্বার ও ২০০০ সালের ডিসেম্বার মাসে চীন সফর করেছিলেন।
|