১১তম বিশ্ব সাঁতার চ্যাম্পীয়নশীপ প্রতিযোগিতা স্থানীয় সময় ১৭ জুলাই ক্যানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত হয়েছে। চীনের প্রতিযোগিরা সে দিনে দু'টি স্বর্ণ পদক পেয়েছেন।
সে দিন প্রথমে অনুষ্ঠিত নারী জুড়ির দশ মিটার প্ল্যাটফোর্ম ডাইভিং-এর ফাইনেল প্রতিযোগিতায় চীনের দু'জন যুবতী ডাইভার চিয়া টোং এবং ইয়ুন পেই লিন ৩৫১.৬৯ পয়েণ্টে এবারকার বিশ্ব চ্যাম্পীয়নশীপের ডাইভিং প্রতিযোগিতায় প্রথম স্বর্ণ পদক জয় করেছেন। এর পর অনুষ্ঠিত পুরুষ-জুড়ির ৩ মিটার স্প্রীংবোর্ড ডাইভিং-এর ফাইনেল প্রতিযোগিতায় চীনের হো ছোং এবং ওয়াং ফেং ৩৮৪.৪২ পয়েণ্ট পেয়ে চ্যাম্পীয়ন হয়েছেন।
১৫০টিরও বেশী দেশ এবং অঞ্চল থেকে আসা প্রতিযোগিরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ৭১ জন চীনা প্রতিযোগি এতে অংশগ্রহণ করেছেন। এ প্রতিযোগিতা ৩১ জুলাই সমাপ্ত হবে।
|