পেইচিং বিজ্ঞান ও প্রযুক্তি কমিটির কর্মকর্তা লি শি জু সম্প্রতি বলেছেন, পেইচিং ওলিম্পিক স্টেডিয়ামের পরিবেশ তত্ত্বাবধান করার জন্য আগামী মাসে একটি বিশেষ উপগ্রহ উতক্ষেপন করা হবে।
পেইচিংয়ে অনুষ্ঠিত একটি সভায় লি শি জু বলেছেন, এই ১৩০ কে.জি ওজনের ক্ষুদ্র উপগ্রহ প্রতি সপ্তাহে পৃথিবীতে ছবি ও তথ্য পাঠাবে। তিনি বলেছেন, এসব তথ্য ও ছবির মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষের কর্মকর্তারা পেইচিং শহরের যে কোনো পরিবর্তন অবিলম্বে জানতে পারবেন।
|