ইরানের পররাষ্ট্র মন্ত্রী খারাজী ১৭ তারিখে রাজধানি তেহরানে বলেছেন, জাতিসংঘের সংস্কার বিভিন্ন সদস্য দেশের স্বার্থের সঙ্গে জড়িত, সুতরাং ইরান জাতিসংঘের সংস্কারের কোনো প্রস্তাব সম্বন্ধে তাড়াহুড়া করে গৃহিত করার বিরোধিতা করে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত " জাতিসংঘের সংস্কারের আন্তর্জাতিক সম্মেলনে" খারাজী একথা বলেছেন। তিনি আরো বলেছেন, জাতিসংঘের সংস্কার জাতিসংঘের বিভিন্ন সদস্য দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং নিরাপত্তার পরিস্থিতি প্রভৃতি বহু ক্ষেত্রে প্রভাব ফেলবে। বিভিন্ন সদস্য দেশের উচিত পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ধৈর্য্য সহকারে পরামর্শ করে একমত হওয়ার পরই-কেবল এই রকমের সংস্কার শুরু করা। বিশেষ করে নিরাপত্তা পরিষদের সংস্কার এই " খুবই গুরুত্বপূর্ণ " সমস্যা সম্বন্ধে আরো গভীরভাবে গবেষণা করার উচিত। এখন জাতিসংঘের ব্যাপক সদস্য দেশ একমত হয় নি, তাই ইরান মনে করে বর্তমানে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
|