জাপান, জার্মানি, ভারত ও ব্রাজিল এ চারটি দেশ নিয়ে গঠিত ৪-রাষ্ট্র গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীবৃন্দ ১৭ জুলাই নিউইয়ের্কে আফ্রিকান ইউনিয়নের কয়েক সদস্য দেশের প্রতিনিধিদের সঙ্গে নিরাপত্তা পরিষদের সম্প্রসারণের বিষয়ে বৈঠক করেছেন। কিন্তু দু'পক্ষ একমত হয় নি।
জানা গেছে, জেনিভায় বৈঠকটি অব্যাহত থাকবে। এর সঙ্গে সঙ্গে জাতিসংঘস্থ এ দেশগুলোর প্রতিনিধিরাও অব্যাহতভাবে সংলাপ চালাবে।
৪-রাষ্ট্র গোষ্ঠী আশা করে যে, তার দাখিলকৃত নিরাপত্তা পরিষদের সম্প্রসারণের খসড়া প্রস্তাব এ মাসের মধ্যে জাতিসংঘের সাধারণ সম্মেলনে ভোট নেওয়া যাবে। কিন্তু আফ্রিকান দেশগুলোর সমর্থন ছাড়া এ প্রস্তাব সম্মেলনের তিন ভাগের দু'ভাগের ভোট পাওয়া খুব কঠিন।
বর্তমানে ৪-রাষ্ট্র গোষ্ঠী এবং আফ্রিকান ইউনিয়ন আলাদা আলাদাভাবে জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে নিজের খসড়া প্রস্তাব দাখিল করেছে। এ দু'টি প্রস্তাবের বিষয় মোটামুটি এক।
|